যশোরে সন্ধ্যারাতে ব্যাংকারকে মারপিট টাকা ছিনতাই অবৈধভাবে আটকের ঘটনায় মামলা ॥ গ্রেফতার-৪

0
337

বিশেষ প্রতিনিধি : সন্ধ্যারাতে শহরের খড়কী এলাকায় এক ব্যাংক কর্মকর্তাকে মারপিট পূর্বক নগদ টাকা ছিনিয়ে অবৈধভাবে আটক করার অভিযোগে পুলিশ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর শহরের খড়কী বামনপাড়ার জাহিদ হাসানের ছেলে শিবলী হাসান, আব্দুল খালেকের ছেলে আব্দুর রহমান, সিদ্দিকুর রহমানের ছেলে বিপুল রহমান ও হেলাল বিশ্বাসের ছেলে নাসিম বিশ্বাস।
যশোরের শার্শা উপজেলার রামপুর গ্রামের বর্তমানে যশোর শহরের খড়কী বামনপাড়া ভাই আব্দুল মান্নানের বাড়ির হাজী মোঃ কালা মিয়ার ছেলে মশিয়ার রহমান মামুন বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় বৃহস্পতিবার রাতে উক্ত আসামীদের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেছে। তিনি এজাহারে বলেছেন,তিনি যশোর যশোর শহরের পূবালী ব্যাংক শাখায় জুনিয়র কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে। সে তার ভাই আব্দুল মান্নানের খড়কী বাড়ির একটি কক্ষে থাকতো। তার ভাই আব্দুল মান্নানের সাথে উক্ত আসামী ও ভাড়াটিয়াদের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার মশিয়ার রহমান মামুন ব্যাংক থেকে খড়কী বামনপাড়া ভাইয়ের বাড়ির সামনে রাত সোয়া ৮ টায় পৌছানোর মাত্র উক্ত আসামী ও তাদের সহযোগী অজ্ঞাতনামা ৪/৫জন অর্তকিত ভাবে তাকে মারপিট করে। শিবলী হাসান মামুনের পকেটে থাকা নগদ ২১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে উক্ত বাড়ির দ্বিতীয়তলার ডাক্তার সাইফুল বাড়ির মধ্যে টানা হেচড়া করে নিয়ে যায়। উক্ত বাড়ির ডাক্তারের স্ত্রী ফরিদা,মেয়ে ফাল্গুনী ও শাম্মী দৌড়ে আসলে তাদেরকে গালি গালাজ করে চুপ থাকতে বলে। মামুনের চিৎকারে নিচ তলার ভাড়াটিয়া এক মহিলা এগিয়ে আসার পর পুলিশকে খবর দিয়ে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই সুকুমান কুন্ডু দ্রুত ঘটনাস্থলে গিয়ে উক্ত চার সন্ত্রাসীকে আটক করে ও মামুনকে উদ্ধার করে। পরে আসামীদের কোতয়ালি থানায় সোপর্দ করে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।