যশোরে সাজিদ হত্যাকান্ডের ২৮ দিনেও ক্লু উদঘাটন হয়নি

0
448

চাঞ্চল্যকর মামলাটি সিআইডিতে যাওয়ার বিষয় চুড়ান্ত

এম আর রকি যশোর: যশোরে সাজেদুর রহমান ওরফে সাজিদ হত্যা কান্ডের ২৮ দিনেও পুলিশ ক্লু উদঘাটন করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সামসুদ্দোহা এই হত্যাকান্ডের সরাসরি জড়িত ব্যক্তিকে এখন সনাক্ত করতে পারেনি। তবে এ যাবত হত্যাকান্ডের সাথে জড়িত এজাহার নামীয় আসামীসহ ৬ জনকে গ্রেফতার করলেও প্রকৃত হত্যা কান্ডের রহস্য উদঘাটনে ব্যর্থ হয়েছে। অপর দিকে,ক্লু উদঘাটনে ব্যর্থ হওয়া সাজিদ হত্যাকান্ড মামলাটি ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্ট মেন্ট (সিআইডি) দপ্তরে যাওয়ার বিষয়টি চুড়ান্ত হয়েছে। ইতিমধ্যে সিআইডি যশোর জোনকে মামলাটি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। যে কোন সময় যশোরের চাঞ্চল্যকর সাজিদ হত্যা মামলাটি সিআইডি বিভাগ তদন্তর কার্যক্রম শুরু করবে। গুরুত্বপূর্ন ও ক্যাটাগরি অনুযায়ী মামলাটি সিআইডি ও পিবিআই দপ্তরে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানায় কর্মরত পুলিশ পরিদর্শ অপারেশন সামসুদ্দোহা হত্যাকান্ডে ক্লু উদঘাটনের যে চেষ্টা চালিয়েছে তা এখন থেমে গেছে। তবে ইতিমধ্যে এই হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে খোলাডাঙ্গা গাজী পাড়ার শাকিল গাজী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। উক্ত জবানবন্দিতে শাকিল সাজিদ হত্যাকান্ডের বিভিন্ন গুরুত্বপূর্ন তথ্য দিয়েছে। শাকিল গাজীর জবানবন্দি অনুযায়ী শাকিল গাজীর ভাই মানিক গাজী,আরিফুল ইসলাম মিলন,মেহেদী হাসান শক্তি,সাদিয়া সুলতানা শাম্মি ও সর্বশেষ সাজিদের ব্যবহৃত মোবাইল ফোনে মেসেজের সূত্রধরে ঘোপ নওয়াপাড়া রোডের মৃত নুরুজ্জামান ওরফে বাবু’র ছেলে শাকিবকে গ্রেফতার করে। শাকিল গাজী আদালতে জবানবন্দি প্রদান করার পর শাম্মি,মিলন,মেহেদী হাসান শক্তি ও মানিক গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে সাজিদের সাবেক স্ত্রী সাদিয়া সুলতানা শাম্মি,মেহেদী হাসান শক্তি ও মানিক গাজী হত্যাকান্ডের ব্যাপারে মুখ খুললেও হত্যাকান্ডের ক্লু উদঘাটন করতে পারেনি। সূত্রগুলো বলেছে, চাঞ্চল্যকর সাজেদুর রহমান সাজিদ হত্যাকান্ডের ব্যাপারে কোতয়ালি থানা পুলিশ যে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তা মামলার তদন্তর স্বার্থে প্রকাশ করতে চাননি। সাজিদের মরদেহ যেখান থেকে উদ্ধার করা হয়েছে কিংবা মরদেহর সাথে জড়ানো যে চাদর পাওয়া গেছে সে বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তাকে চিন্তিত করে তুলেছে। তাছাড়া,সাজিদ হত্যাকান্ডের পর ও লাশ উদ্ধারের একদিন পূর্বে সাজিদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে যে কল ব্যবহার ও রিসিভ হয়েছে সে ব্যাপারে পুলিশকে হতবাক করেছে। তবে মামলাটি সিআইডিতে যাওয়ার পর সাজিদ হত্যাকান্ডের ক্লু উদঘাটন সম্ভব বলে সূত্রগুলো মনে করছেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here