যশোরে সাজিদ হত্যাকান্ডে ১৭ দিনেও কূল কিনারা করতে পারেনি পুলিশ

0
446

জড়িত সন্দেহে এজাহার নামীয় দু’ ৬ আসামী গ্রেফতার ॥ ৪ জনের রিমান্ড মঞ্জুর

এম আর রকি যশোর: যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের ব্যবসায়ী সাজেদুর রহমান ওরফে সাজিদ হত্যা গত ১৭ দিনেও কুল কিনারা করতে পারছেনা পুলিশ। এই হত্যাকান্ডে কারা জড়িত সে ব্যাপারে এখনও পুলিশ পরিস্কার নয়। তবে হত্যাকান্ডের নেপথ্য থাকার অভিযোগে এ পর্যন্ত এক নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গনিপাড়ার ছলেমান গাজীর ছেলে হত্যা মামলার এজাহার নামীয় আসামী মানিক,তার ভাই শাকিল,খোলাডাঙ্গা গাজীর পাড়ার কামরুল ইসলাম কামের ছেলে মেহেদী হাসান ওরফে শক্তি,শহরের ঘোপ জেল রোডস্থ পৌর কাউন্সিলর মোকছেমুল বারী অপু’র বাড়ির পিছনে শফিকুর রহমান শেখরের ছেলে আরিফুর রহমান মিলন,হত্যা মামলার এজাহার নামীয় হত্যাকান্ডের শিকার সাজিদুর রহমানের সাবেক সাবেক স্ত্রী সাদিয়া সুলতানা শাম্মি। এর মধ্যে শাকিল হত্যাকান্ডের বর্নণা দিয়ে ইতিপূর্বে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। পুলিশের হাতে গ্রেফতার হওয়া সাদিয়ার সুলতানা শাম্মি, শাকিলের ভাই মানিক,মেহেদী হাসান শক্তি ও মিলনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করার পর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানান। বৃহস্পতিবার রিমান্ডের শুনানী শেষে গ্রেফতারকৃত ৪ জনের প্রত্যেককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সূত্রগুলো জানিয়েছেন, শাম্মি পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর মুখ না খোলায় মামলার তদন্তকারী কর্মকর্তা পড়েন সমস্যায়। প্রকৃত এই হত্যাকান্ডের সাথে কারা জড়িত সে ব্যাপারে পুলিশ এখনও অন্ধকারে রয়েছেন। সূত্রগুলো জানিয়েছেন, নিহত সাজিদের মোবাইলের সূত্র ধরে পুলিশ হত্যাকান্ডের ব্যাপারে বিভিন্ন টার্গেট নিয়ে সামনের দিকে গেলেও সাদিয়া সুলতানা শাম্মি মুখ না খোলায় পুলিশের সকল প্লান ভেস্তে যায়। অপর একটি সূত্র বলেছে,সাজিদ হত্যা মামলার অধিকতর তদন্ত ও প্রকৃত জড়িতদের সনাক্ত করতে মামলাটি পুলিশের পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)তে যাওয়ার সম্ভবনা রয়েছেন। ইতিমধ্যে মামলাটি পিবিআইতে যাওয়ার কথা শোনা গেছে। ইতিমধ্যে পিবিআই ও সিআইডি দপ্তর থেকে চাঞ্চল্যকর ও রহস্যজনক খুন মামলাটি হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। উভয় দপ্তর থেকে মামলাটি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছেন। নির্ভরযোগ্য সূত্রগুলোর মতে, পিবিআই কিংবা সিআইডিতে সাজিদ হত্যা মামলা গেলে এই মামলার সাথে কারা জড়িত কিংবা কি কারণে সাজিদকে হত্যা করা হয়েছে তা বেরিয়ে আসার সম্ভবনা রয়েছে বলে পুলিশের বিভিন্ন ইউনিট মনে করছেন। তার কারণ কোতয়ালি মডেল থানা এলাকা চরম ব্যস্ততম। প্রতিদিন এই থানায় বিভিন্ন অভিযোগে নূন্যতম ৪টি থেকে ১২টি মামলা রুজু করা হয়। কোতয়ালি মডেল থানা এলাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কোতয়ালি মডেল থানায় কর্মরত পুলিশের অফিসার ইনচার্জ,পুলিশ পরিদর্শকেরা ও এসআই এবং এএসআই’রা চরম ব্যস্ততার মধ্যে পড়ে থাকে। কোতয়ালি মডেল থানায় কর্মরত পুলিশ পরিদর্শক অপারেশন সামসুদ্দোহা মামলাটির তদন্তর দাযিত্ব পেলেও তিনি এখনও হত্যাকান্ডের কোন কূল কিনারা করতে পারেনি। সাজিদ হত্যাকান্ডে পুলিশ বিভিন্ন সূত্রধরে এগিয়েও প্রকৃত হত্যাকারীকে এখনও সনাক্ত পর্যন্ত করতে পারেনি। শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দারা জানিয়েছেন, সাজিদ হত্যা মামলায় জড়িত সন্দেহে ঘোপ নওয়াপাড়া রোডের মৃত বাবুর ছেলে শাকিবকে গ্রেফতার করেছে সোমবার বিকেলে। পুলিশ শাকিবকে গ্রেফতারের ব্যাপারে স্বীকার না করলেও বৃহস্পতিবার গ্রেফতারকৃত সাবিককে এই হত্যা মামলায় জড়িত সন্দেহে আদালতে চালান দিয়েছে। পুলিশ জানায, নিহত সাজিদের ব্যবহৃত মোবাইলের সীমে গত ৬ সেপ্টেম্বর বিকেলে শাকিব তার মোবাইল থেকে সাজিদের মোবাইলে একটি হুমকী সরুপ মেসেজ পাঠায়। শাকিবকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে। সে পুলিশের কাছে সাজিদের সাথে তার যোগাযোগের ব্যাপারে কিছু তথ্য দিয়েছে। হবে হত্যাকান্ডের ব্যাপারে কিছু বলেনি। তাছাড়া,সাজিদ হত্যাকান্ডের পর তার ব্যবহৃত মোবাইলের সীমে বাড়ির আশপাশের টাওয়ারের আওতায় ছিল বলে সূত্রগুলো জানিয়েছেন। সব মিলিয়ে গত ১৭ দিন যাবত সাজিদ হত্যা কান্ডের রহস্য এখনও অজানা রয়ে গেছে পুলিশের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here