যশোরে সাবেক স্বামী কর্তৃক অপহরণের অভিযোগে মামলা গ্রেফতার ৩

0
322

বিশেষ প্রতিনিধি : সাবেক স্বামী কর্তৃক কলেজ পড়–য়া যুবতী মিম তামান্না (২১) কে অপহরণের চেষ্টার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় জনগণ সাবেক স্বামী সজিব খন্দকার ও তার সহযোগী শামীম খন্দকার ও জনি ফকিরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পুলিশের হেফাজতে দেওয়া আসামীরা হচ্ছে, নড়াইল জেলার সদর উপজেলার তালতলা গ্রামের আবুল বাশার খন্দকারের ছেলে সজিব খন্দকার, একই এলাকার সোহরাব খন্দকারের ছেলে শামীম খন্দকার ও লোহাগড়া উপজেলার মহিশা পাড়া গ্রামের জাহিদ ফকিরের ছেলে জনি ফকিরসহ অজ্ঞাতনামা ১জন।
যশোর শহরের পুলিশ লাইন টালী খোলা বর্তমানে পুরাতন কসবা কদমতলা ফারুক প্রফেসরের বাড়ির ভাড়াটিয়া গোলাম ফারকের মেয়ে মিম তামান্না রোববার কোতয়ালি মডেল থানায় উল্লেখিত আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। তিনি এজাহারে উল্লেখ করেন, সজিব খন্দকারের সাথে তার বিগত ২০১৬ সালের ২১ ডিসেম্বর ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে বনিবনা না হওয়ায় চলতি বছরের গত ২৪ জানুয়ারী মিম তামান্না স্বামী সজিব খন্দকারকে তালাক দেন। তালাক দেওয়ার পর থেকে সজিব খন্দকার মিম তামান্নার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তাকে অপহরণের হুমকী দিয়ে আসছিল। রোববার ৯ সেপ্টেম্বর মিম তামান্না যশোর ক্যান্টন মেন্ট কলেজে অর্নাস পরীক্ষা শেষ করে বিকেলে বাড়ি রিকশা যোগে ফিরছিল। বিকেল আনুমানিক সাড়ে ৫ টায় পুরাতন কসবা কদমতলা মোড় ফারুক প্রফেসরের বাড়ির সামনে গলির মাথায় পৌছালে উক্ত আসামীরা তাদের ওৎপেতে থাকা মাইক্রোবাস থেকে নেমে তাকে অপহরণের চেষ্টা করে। মিম তামান্না চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে আসামীদের আটক করে। মাইক্রোবাসের চালক মাইক্রোবাস ফেলে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় জনগণ তিনজন অপহরণ কারীকে গণধোলাই দিয়ে পুলিশের খবর দিলে পুলিশ তাদেরকে হেফাজতে গ্রহন করে। সোমবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মতিউর রহমান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here