যশোরে সাব রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযান সাব-রেজিষ্ট্রারের পিওন রফিকসহ তিনজন গ্রেফতার

0
259

বিশেষ প্রতিনিধি : যশোর জেলার সাব রেজিষ্ট্রার অফিসের কার্যালয়ে দূদকের অভিযান শুরু হয়েছে। তবে জেলা রেজিষ্ট্রার নয় এই কার্যালয়ে কর্মরত পিওনসহ একটি সিন্ডিকেট বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে টাকা পয়সা গ্রহনের অভিযোগে সাবরেজিষ্ট্রার কার্যালয়ে পিওন রফিক ও এক নারীকে দুদক কর্মকর্তা ও ভ্রাম্য আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেটদ্বয় জিজ্ঞাসাবাদ করছিল এ রিপোর্ট লেখা পর্যন্ত।
নির্ভরযোগ্য সূত্রগুলো বলেছে,যশোর জেলা সাব-রেজিষ্ট্রার রফিকের জামাতাসহ একটি সিন্ডিকেট সাব রেজিষ্ট্রার কার্যালয়ে চাকুরী দেওয়ার প্রলোভন দিয়ে ইতিপূর্বে ২০ লাখ টাকা লেনদেনের ঘটনা ঘটেছে। চাকুরী দেওয়ার প্রলোভন ছাড়াও দুদকের কথা বলে টাকা পয়সা গ্রহনের অভিযোগ দুদক কর্মকর্তার কাছে আসে বলে দুদকের কর্মকর্তা অভিযোগ করেন। মঙ্গলবার দুপুরে জেলা রেজিষ্ট্রার কার্যালয়ে সাব-রেজিষ্ট্রারের পিওন রফিক সিন্ডিকেট ২০লাখ টাকা কেলেঙ্কারীর অভিযোগের খবর পান দুদক কার্যালয়। তারা দ্রুত রেজিষ্ট্রি অফিসে যান। সেখানে গিয়ে জানতে পারেন রফিক ও তার জামাতা ও এক নারীর মধ্যে চাকুরী দেওয়ার প্রলোভন দিয়ে ২০লাখ টাকা লেনদেন হিসেবে চেক দেওয়া হয়েছে। তাছাড়া,দুদকের কথা বলে টাকা পয়সা নেওয়ার খবর পান দুদক কর্মকর্তারা। তারা ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন,সামান্য পিওন হয়ে রফিক কয়েকটি বাড়ির ও অর্থবিত্তর মালিক বনে যান। দুদকের টিম যশোর জেলা প্রশাসককে বিষয়টি জানালে ভ্রাম্যমান আদালতের একটি টিম রেজিষ্ট্রি অফিসে যান। সেখানে গিয়ে তারা পুরো বিষয়টি শুনেন। তারা রেজিষ্ট্রি অফিস থেকে পিওন রফিক,তার জামাতা ও এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহন করা হয়েছে জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here