যশোরে সার বোঝাই ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী পুলিশ দম্পতি হতাহত

0
321

বিশেষ প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে যশোর খুলনা মহাসড়কের মুড়োলী মোড় নামকস্থানে সার বোঝাই ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দম্পতি হতাহত হয়েছে। নিহত হয়েছে সেলিনা বেগম (৩৭) ও আহত হয়েছে স্বামী পুলিশের নায়েক আব্দুর রশীদ (৪২)। আহত আব্দুর রশীদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সেলিনা বেগমের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
কোতয়ালি মডেল থানার এসআই নজরুল ইসলাম জানান,মঙ্গলবার দুপুরে খুলনা কেএমপিতে কর্মরত আর্মড পুলিশের নায়েক আব্দুর রশীদ তার অসুস্থ্য মামা শ্বশুরকে দেখতে স্ত্রী সেলিনা বেগমকে নিয়ে ডিসকভার মোটর সাইকেল যোগে মনিরামপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়ে আসছিল। দুপুর আনুমানিক ২ টায় মুড়োলী মোড়ের কাছে পৌছালে যশোর গামী সার বোঝাই (কুষ্টিয়া ট-১১-১২২৩) ট্রাক পিছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা মারলে পিছনে বসে থাকা সেলিনা বেগম ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। মোটর সাইকেল চালক পুলিশ সদস্য আব্দুর রশীদের এক পা ভেঙ্গে যায়। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসলে ট্রাক চালক দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে কোতয়ালি মডেল থানা পুলিশ রাস্তায় পড়ে থাকা গৃহবধূ সেলিনা বেগমের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। আহত পুলিশ সদস্যর বাড়ি যশোরের মনিরামপুর উপজেলা এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here