যশোরে সোহাগ হত্যা মামলায় আসিফের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী

0
667

বিশেষ প্রতিনিধি : যশোরে সোহাগ হত্যা মামলার এজাহার নামীয় আসামী এসএম মহিউদ্দীন আসিফকে ডিবি পুলিশ আটক করেছে। সে হত্যাকান্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম শহরের কালেক্টরেট চত্বর থেকে আসিফকে আটক করেন। এরপর জিজ্ঞাসাবাদে সে সোহাগ হত্যাকান্ডে সম্পৃক্ত থাকার কখা স্বীকার করে। বুধবার দুপুরে পুলিশ তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম কুমারের আদালতে হাজির করেন। এখানে আসিফ ১৬৪ ধারায় সোহাগ হত্যাকান্ডে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। সে জানায়, সোহাগ হত্যার সময় অন্যান্য আসামিদের সাথে সেও ঘটনাস্থলে উপস্থিত ছিল। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে শরিফুল ইসলাম সোহাগকে চিহ্নিত সন্ত্রাসীরা কুপিয়ে নৃশংসভাবে খুন করে। এ ঘটনায় পরদিন তার ভাই ফেরদাউস হোসেন সমরাজ বাদী হয়ে আসামীদের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার অন্যতম আসামি তাইজুল ইসলাম তাইজেল গত ১৩ অক্টোবর রাতে বন্দুক যুদ্ধে নিহত হয়। এরপর অপর আসামি আসিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here