যশোরে স্কুল শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে মামলা

0
299

বিশেষ প্রতিনিধি : উপশহর নিউ টাউন উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী মোছাঃ তানিয়া ইসলাম বৃষ্টি (১৪) অপহরণের ঘটনায় কোতয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন,অপহৃতা শিক্ষার্থীর মাতা মোছা জাহেদা বেগম। তিনি যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী। আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার চেঙ্গুটিয়া বালিয়াডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে তারেক, একই এলাকার বাবর বিশ^াস ও বসুন্দিয়া বাজারের পাশে তারেকের বোন ও শুকুর আলীর স্ত্রী সাবিকুর নাহারসহ অজ্ঞাতনামা ২/৩জন।
জাহেদা বেগম তার দায়েরকৃত এজাহারে বলেছেন,তার মেয়ে স্কুলে আসা যাওয়ার সময় আসামী তারেক উত্যক্তসহ বিভিন্ন ভাবে প্রলোভর দেখাতো। তারেকের সাথে বাবর বিশ^াস ও সাবিকুর নাহার সহায়তা করতো। গত ১৫ জুন বিকেলে বৃষ্টি উপশহর ইকরা কোচিং সেন্টারের উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়। বিকেল সোয়া ৩ টার পর উপশহর বি ব্লক নিউ মার্কেট বক্ষব্যধি হাসপাতালের সামনে পৌছালে তারেকসহ তার সহযোগী আসামীরা বৃষ্টির গতিরোধ করে। পরে বিভিন্নভাবে ফুসলিয়ে সাদা রংয়ের মাইক্রোবাস যোগে উপশহর হয়ে খুলনার দিকে দ্রুত চলে যায়। পরবর্তীতে আসামীদের দারস্থ্য হলেও বৃষ্টিকে তারা ফেরত না দিয়ে অজ্ঞাতনামা স্থানে রেখে ক্ষতি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। কোন উপায়ূন্তর না পেয়ে রোববার কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করলে পুলিশ এজাহার হিসেবে নথিভূক্ত করে। এই বিষয়ে সাংবাদিকরা কোতয়ালি থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকারের অপহরণের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,ওই স্কুল ছাত্রীকে অপরহরণ করা হয়নি। সে নিজেই তারেকের সাথে চলে গেছে বলে পুলিশ জানতে পেরেছে। তবে ওই মেয়ে অপ্রাপ্ত বয়ষ্ক। তার কোন কথা পুলিশ গ্রহণ করবে না। তার অভিভাবক অভিযোগ দিলে পুলিশ তা গ্রহণ করতে বাধ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here