যশোরে স্বামীকে ডিভোর্স দেওয়ায় মারপিট হামলা স্বর্ণালংকর ও মোবাইল লুটের ঘটনায় মামলা

0
336

বিশেষ প্রতিনিধি : স্বামীকে ডিভোর্স দেওয়ায় ক্ষিপ্ত হয়ে হুমকী ধামকীর এক পর্যায় সন্ত্রাসী নিয়ে মোছাঃ নাসরিন সুলতানা নামে এক নারীকে গতিরোধ করে মারমিট পূর্বক স্বর্ণের দুল,চেইন,মোবাইল ছিনিয়ে শ্লীলতাহানী ঘটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে, সদর উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে মোঃ আব্দুল হাকিমসহ অজ্ঞাতনামা ২জন।
সদর উপজেলার দত্তপাড়া গ্রামের রওশন আলীর মেয়ে মোছাঃ নাসরিণ সুলতানা বৃহস্পতিবার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তিনি যশোর কারবালা শিশু আদ্ দ্বীন হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত। ১ বছর পূর্বে আব্দুল হাকিমের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর সাংসারিক ও বিভিন্ন কারণে ৭ মাস পূর্বে নাসরিন সুলতানা আব্দুল হাকিমকে ডিভোর্স দেয়। ডিভোর্স দেওয়ার পর থেকে আব্দুল হাকিম তার উপর ক্ষিপ্ত হয়ে নানা ষড়যন্ত্র করতে থাকে। গত ১৪ মে নাসরিণ সুলতানা তার কর্মস্থল থেকে সিএনজি যোগে বাড়িতে যাচ্ছিল। রাত সাড়ে ৯ টায় দত্ত পাড়া মোড়ে নামার পর ওই গ্রামের আব্দুল গনি ও লুৎফরের বাগানের সামনে মধ্যবর্র্তী স্থানে পৌছালে আব্দুল হাকিমসহ অজ্ঞাতনামা ২জন তার গতিরোধ করে। আব্দুল হাকিম তার শরীরের বিভিন্ন স্থানে মারপিট পূর্বক সহযোগীরা কানের দুল,স্বর্ণের চেইন ও মোবাইল ছিনিয়ে নেয়।আব্দুল হাকিম তাকে শ্লীলতাহানী ঘটায়। মারপিটে নাসরিন সুলতানা গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে সুস্থ্য হয়ে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here