যশোরে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত

0
421

বিশেষ প্রতিনিধি : যশোর মনিরামপুর সড়কের কুয়াদা বাজারে মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী সকালে বাস চাঁপায় উপশহর বালিকা বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক (অবসরপ্রাপ্ত) আব্দুর রউফ (৬৫) নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা ছেলে সেনা সদস্য রানা (২৬) প্রাণে বেঁচে গেছেন। নিহত আব্দুর রউফ সদর উপজেলার সালতা ফুলবাড়ি গ্রামের মত ওমর আলীর ছেলে।
নিহতর ছেলে রানা সাংবাদিকদের জানায়, মঙ্গলবার সকালে বাবা রউফের সাথে সে এক মটর সাইকেল যোগে যশোর থেকে মনিরামপুর যাচ্ছিলেন। তারা কুয়াদা বাজারে পৌঁছুলে তাঁদের মোটর সাইকেলের সাথে হঠাৎ করে একটি কুকুরের ধাক্কা লাগলে দু’জনেই চলন্ত মোটর সাইকেল থেকে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা মণিরামপুর গামী গোধূলি নামক একটি বাস শিক্ষক আব্দুর রউফকে চাঁপা দেয়। স্থানীয়রা বাবা রউফ ও ছেলে রানাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে সকাল পৌনে ১১ টায় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক আব্দুর রউফ কে মৃত ঘোষণা করেন। ছেলে রানা অক্ষত আছেন। কুয়াদা বাজার কমিটির সভাপতি বাচ্চু মিয়া জানান,দূর্ঘটনার পর স্থানীয় জনগণ ঘাতক বাসটি আটকে রেখেছে তবে ড্রাইভার হেলপার পলাতক। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন স্থানীয়রা খবর দিয়েছে বাসটি তারা আটক করে রেখেছে । অফিসার পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।