যশোরে ১০০ কেন্দ্রে ৫৬ হাজার ৪০০ জনকে গনটিকা প্রদান

0
208

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলায় করোনা ভাইরাসের গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার জেলার ১০০টি কেন্দ্রে একযোগে ৫৬ হাজারের অধিক মানুষকে এ টিকাদান করা হয়েছে। মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে প্রথমদিনের টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়। তবে টিকাদান কেন্দ্রে দীর্ঘ লাইন ছিল। কোথাও কোথাও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উপস্থিত মানুষের উদাসীনতা দেখা গেছে।

সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, শনিবার যশোরের ৮ উপজেলায় ১০০টি কেন্দ্রে ৫৬ হাজার ৪০০ জনকে টিকাদানের টার্গেট ছিলো। সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিন টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে।

এদিকে, শহরের নিউটাউন বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, টিকা নিতে আসা মানুষে দীর্ঘ লাইন। টিকাগ্রহণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বিড়ম্বনায় পড়তে হয়েছে নারী ও বৃদ্ধদের। লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। নারীদের দীর্ঘলাইন। সকাল থেকেই তারা দাঁড়িয়ে আছেন।

শুরু হলো সারাদেশে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান

উপশহর ই-ব্লক এলাকার নূর জাহান বলেন, দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর সিরিয়াল পেয়েছি। অবশেষে টিকা দিতে পেরেছি।

উপশহর বি-ব্লক এলাকার বাসিন্দা জুঁই খাতুন বলেন, লাইনে দাঁড়িয়ে আছি সকাল ৯টা থেকে। প্রায় দুই ঘন্টা পার হলেও সিরিয়াল আসেনি। লাইনে আমরা দাঁড়িয়েই আছি। অনেকে পরে এসেও টিকা নিয়ে বাড়ি চলে যাচ্ছে।

এদিন, শহরের টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।