যশোরে ২ শতাধিক ইয়াবাসহ গ্রেফতার-৭

0
453

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানা জেলা গোয়েন্দা শাখা ও সদর পুলিশ ফাঁড়ীর সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ৭জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের দখল হতে ২শ’ ৮পিস ইয়াবা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ড আবুর হোটেলের কারখানার সোহাগ মহুরীর সরকারী মৃত মোহাম্মদ আলীর ছেলে আলম,সদর উপজেলার বিরামপুর পশ্চিমপাড়ার জালাল শেখ এর ছেলে বাদল,শহরের বেজপাড়া গোপাল কুন্ডুর বাড়ির ভাড়াটিয়া সাধন রায়ের ছেলে পুলক রায়,সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বর্তমানে শহরের শংকরপুর পশ্চিমপাড়ার আব্বাস মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত নওয়াব আলীর ছেলে মিজান,সদর উপজেলার আরবপুর কলু পাড়ার শুকুরের ছেলে আলাউদ্দীন আলী ও শহরের ঘোপ সেন্ট্রাল রোডের মৃত জাফর আলীর ছেলে আকাশ।
সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই ভোলানাথ দাস জানান,শুক্রবার ৮ ফেব্রুয়ারী সকাল সোয়া ১০ টায় শহরের বেজপাড়া পূজা মন্দিরের সামনে থেকে আলাউদ্দীন আলীকে ৩০পিস ও আকাশকে ২০পিস ইয়াবা,কোতয়ালি মডেল থানার এসআই হাসানুর রহমান জানান,শুক্রবার দুপুর সোয়া ১২ টায় গোপন সূত্রে খবর পেয়ে শহরের রেলরোডস্থ আবাসিক হোটেল শাহিনের সামনে থেকে পুলক রায়কে গ্রেফতার করে। পরে তার দখল ১৫পিস ইয়াবা,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোশারফ হোসেন জানান, একই দিন সকাল পৌনে ৯ টায় গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার শানতলা বিনোদিয়া পার্কের সামনে থেকে মিজান হোসেনকে ১শ’ পিস ইয়াবা,কোতয়ালি মডেল থানার এসআই আমিনুল ইসলামসহ একদল এক পুলিশ বৃহস্পতিবার দুপুর সোয়া ২ টায় শহরের পুরাতন কসবা কাজীপাড়া রোডস্থ ইমন এর মোটর সাইকেল গ্যারেজের সামনে থেকে আলম হোসেনকে ২১পিস ও কোতয়ালি মডেল থানার এএসআই শফিকুল ইসলাম জানান,বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টায় শহরের পুলিশ লাইন কদমতলা লিটিল এ্যাঞ্জেল ইন্সটিটিউটের সামনে থেকে জুয়েল শেখকে ২১পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে মাদক আইনে আলাদা মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here