যশোরে ৬টি আসনে নৌকার মাঝিরা বিজয়ী

0
544

নিজস্ব প্রতিবেদক : যশোরের ৬টি আসনে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। যশোর ১ আসনে বিজয়ী শেখ আফিল উদ্দিন তৃতীয়বারের মত, ২ আসনে মেজর জেনারেল (অব:) ডা. নাসির উদ্দিন প্রথমবারের মত, ৩ আসনে কাজী নাবিল আহমেদ দ্বিতীয় বারের মত, ৪ আসনে রণজিত কুমার রায় তৃতীয়বারের মত, ৫ আসনে স্বপন ভট্টচার্য ও ৬ আসনে ইসমত আরা সাদেক দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যশোর-১ (শার্শা) আসনে নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন ২০৯০০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মফিকুল হাসান তৃপ্তি পেয়েছেন ৪৮০২ ভোট।

যশোর-২ আসনে (ঝিকরগাছা-চৌগাছা) নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিন বেসরকারী ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

তিনি পেয়েছেন ৩লাখ ৩২হাজার ৯৫ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীর্ষ প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আবু সাইদ পেয়েছেন ১২হাজার ৯’শ ৮৮ভোট । ২ উপজেলার মোট ভোটার ৪ লাখ ৫ হাজার ৮ শত ১৭ ভোট।

যশোর-৩ (সদর) আসনে নির্বাচিত হয়েছেন কাজী নাবিল আহমেদ। তিনি নৌকা প্রতীকে ৩ লাখ ৬১ হাজার ৩৩৩ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকে অনিন্দ্য ইসলাম অমিত ৩১ হাজার ৭১০ ভোট পেয়েছেন।

যশোর-৪(বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী রণজিত কুমার রায় ২ লাখ ৭১ হাজার ৬৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী টিএসআই আইয়ুব ২৫ হাজার ৯১৯ ভোট পেয়েছে।

যশোর-৫ (মণিরামপুর) আসনে স্বপন ভট্টচার্য ২লাখ ৮৪ হাজার ৩শ ৮২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের মুফতি ওয়াক্কাস পেয়েছেন ২৩ হাজার ভোট।

যশোর ৬ আসনে (কেশবপুরে) নৌকার প্রার্থী ইসমত আরা সাদেক ১৫৪০৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির আবুল হোসেন আজাদ পেয়েছেন ২৪৬৭ ভোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here