যশোরে ৮ দফা দাবিতে সড়ক শ্রমিকদের বিভাগীয় সমাবেশ

0
330

নিজস্ব প্রতিবেদক : যশোরে সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন সহ শ্রমিকদের আট দফা দাবি আদায়ের লক্ষে বিভাগীয় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকালে (২২ অক্টোবর) মণিহার চত্ত্বরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশে হয়। সংগঠনের বিভাগীয় সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় মামলার জামিন, ৫ লাখ টাকা অর্থদন্ড কমানো, সড়ক দুর্ঘটনায় তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি, ড্রাইভিং লাইসেন্সে শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেণী, ওয়েস্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল, সড়কে পুলিশের হয়রানি বন্ধ, গাড়ি নেজিস্ট্রেশনের সময় শ্রমিকের নিয়োগপত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সত্যায়িত স্বাক্ষর, শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও ড্রাইভিং লাইসেন্সে অনিয়ম দুর্নীতি বন্ধ করার দাবি জানান। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারাগুলো সংশোধন করে আট দফা দাবি দ্রুত মেনে না নিলে আগামী ২৮ অক্টোবর রবিবার সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। পর্যায়ক্রমে ধর্মঘটসহ কঠোর আন্দোলন কর্মসূচি নিয়ে শ্রমিকরা রাজপথে নামাতে বাধ্য হবে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওসমান আলী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেক আহমেদ।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ ফুলুর সঞ্চলনায় এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন, মটর অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর সিদ্দিকী আলম, সাধারণ সম্পাদক ইনতাজ আলী, পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here