যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে গত মাসে প্রায় দুই কোটি টাকা রাজস্ব আদায়

0
462



এম আর রকি : আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে যশোরে নবাগত সহকারী পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন যোগদান করেছেন।গত বুধবার ২০ মার্চ তিনি যোগদান করে। সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তিনি বদলী হয়ে যোগদান করেন। এদিকে গত ফেব্রুয়ারী মাসে এ কার্যালয়ে জনসাধারণকে সেবা দিয়ে ১ কোটি ৮৬লাখ ৪৬ হাজার ১শ’ টাকা সরকার রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে। যা গত বছরের চেয়ে ২৩ লাখ ৪১ হাজার হাজার টাকা বেশী।
যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় সূত্রে জানাগেছে,গত ফেব্রুয়ারী মাসে এ দপ্তরে পাসপোর্ট করতে ৫ হাজার ৬শ’ ৬৮ জন নারী পুরুষসহ বিভিন্ন বয়সের মানব আবেদন পত্র জমা দেন। উক্ত আবেদনপত্র থেকে সরকারের রাজস্ব আদায় হয় ১ কোটি ৮৬ লাখ ৪৬ হাজার ১শ’ টাকা। এ মাসে পাসপোর্ট প্রদান করা হয় ২ হাজার ৬শ’ ৯৪টি। সূত্রগুলো আরো জানায়, গত বছরের ফেব্রুয়ারী মাসে এ কার্যালয়ে জনসাধারণকে সেবা দিয়ে ৫ হাজার ১শ’ ৬৪টি আবেদন থেকে ১ কোটি ৬৩ লাখ ৫ হাজার ১শ’ টাকা রাজস্ব আদায় সক্ষম হয়েছে। পাসপোর্ট সরবরাহ করা হয় ৪ হাজার ৮শ’ ৮৮টি। আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে সেবার মান ঠিক রাখতে বর্তমানে নবাগত সহকারী পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন দায়িত্ব পালনে সোচ্চার হয়েছেন। তিনি গত ২০ জানুয়ারী বুধবার অত্র কার্যালয়ে যোগদান করেন। সাতক্ষীরা জেলা থেকে তিনি বদলী হয়ে যশোর কার্যালয়ে যোগদানের সুযোগ পেয়ে তিনি কিভাবে সেবার মান বাড়ানো যায় সেদিকে নজর রাখতে শুরু করেছেন বলে বিভিন্ন সূত্রগুলো দাবি করেছেন। সরকারের রাজস্ব আদায়ের অন্যতম ক্ষেত্র পাসপোর্ট বিভাগ। এই বিভাগকে আরো উন্নত করতে সরকার চলতি বছরের মাঝামাঝি সময়ে ই পাসপোর্ট কার্যক্রম চালু করবে বলে পরিকল্পনা ইতিপূর্বে নিয়েছেন। বিশে^র সাথে তাল মেলাতে সরকারের নুতন উদ্যোগ বাস্তবায়নে ইতিপূর্বে সকল প্রস্তুতি কাজ চলছে। প্রতিনিয়ত ই পাসপোর্টের কাযর্ক্রম শুরু হয়েছে কিনা জনসাধারণ পাসপোর্ট কার্যালয়ে গিয়ে খোঁজ খবর রাখতে শুরু করেছেন। ই পাসপোর্ট সেবা চালু করলে এই খাত থেকে সরকারের রাজস্ব আদায় আরো বৃদ্ধি পাবে বলে অভিজ্ঞ মহলের ধারনা।তার কারণ হিসেবে জানাগেছে,ই পাসপোর্ট এক টানা ১০বছরের জন্য মেয়াদ রাখার প্রস্তাব রাখা হতে পারে। একজন পাসপোর্ট ধারীকে ১০বছরের জন্য পাসপোর্ট ব্যবহারে অবাধ সুবিধা রাখা হওয়ার সিদ্ধান্ত থাকতে পারে। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here