যশোরে পুলিশে চাকুরী পেয়েও ভূয়া নায়েক সেজেচাঁদাবাজি কালে সহযোগীসহ যুবক গ্রেফতার

0
328

বিশেষ প্রতিনিধি : পুলিশে চাকুরী পেয়েও যোগদানের পূর্বে পুলিশের নায়েক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে রাকিবুল হাসান শান্ত নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে যশোর শহরতলী পালবাড়ী গাজীঘাট গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে। এ সময় পুলিশ তার সহযোগী মামুন নামে আরো যুবককে গ্রেফতার করেছে। সে নতুন খয়েরতলা পালবাড়ী এলাকার মোশারফ হোসেনের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন।
কোতয়ালি মডেল থানার এসআই ইকবাল মাহমুদ জানান,মঙ্গলবার দুপুরে তিনি খবর পান যশোর শহরের সিটি প্লাজার মার্কেটে রাকিবুল হাসান শান্ত নামে এক যুবককে স্থানীয় ব্যবসায়ীরা আটক রেখে পুলিশে খবর দিয়েছে। সেখানে পৌছালে রাকিবুল হাসান শান্তকে পেয়ে তারা ঘটনার ব্যাপারে দোকান মালিক শহরের বেজপাড়ার শাহ আলমের কাছে জানতে চাইলে তিনি জানান,দুপুর ১২ টায় রাকিবুল হাসান শান্ত শহরের সিটি প্লাজার ৩৬ নং দোকানে এসএম ফ্যাশনে প্রবেশ করে নিজে পুলিশের নায়েক পরিচয় দিয়ে পরিচয়পত্র দেখিয়ে মায়ের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা দাবি করে। শান্তর কথা বার্তা শুনে দোকানের কর্মচারীদের সন্দেহ হয়। দোকান মালিক দোকানে আসলে তাকে বিষয়টি জানান। দোকান মালিক শাহ আলম দোকানে আসার পর শান্তর কথা বার্তা শুনে পুলিশের নায়েক হিসেবে বিশ্বাস করতে সন্দেহ হয়। পরে বিষয়টি স্থানীয় লোকজনের মারফত থানায় খবর দেওয়া হয়। থানা থেকে এসআই ইকবাল মাহমুদ ও এএএসআই মোল্লা শফিকুজ্জামান উক্ত দোকানে যান। সেখান থেকে রাকিবুল হাসান শান্তকে গ্রেফতার করেন। পরে তার কাছে জিজ্ঞাসাবাদের এক পর্যায় তার ভূয়া পরিচয়পত্র প্রদানের হোতা পালবাড়ী নতুন খয়েরতলার মামুনকে পালবাড়ী এবি মাল্টি মিডিয়ার দোকান থেকে গ্রেফতার করে। পুলিশ জানায়, রাকিবুল হাসান শান্ত সম্প্রতি পুলিশের কনস্টেবল পদে চাকুরী পেয়েছেন। চাকুরীতে যোগদানের পূর্বে পুলিশ ভেরিফিকেশনের কাজ চলছে। যোগদানের পূর্বে সে নিজেকে পুলিশের নায়েক র‌্যাংক পরিহিত পোশাক পরে আইডি কার্ড বানিয়ে মানুষের সাথে প্রতারণা করায় তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহনের পূর্বে খতিয়ে দেখা হচ্ছে। সূত্রগুলো বলেছে,শান্ত তার মামার পোশাক ও নায়েক র‌্যাংকের ছবি তুলে পুলিশের পরিচয় পত্র বানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here