যশোর উপশহরে ইমু হত্যাকান্ডে আরো একজন গ্রেফতার দু’টি হাসুয়াদা উদ্ধার

0
539

নিজস্ব প্রতিবেদক : যশোর উপ শহরের শিশু হাসপাতালের সামনে এহসানুল হক ইমু হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক শাহিন পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) এর একটি গ্রেফতার করেছে। সে যশোর শহরের আমবাগান পুরাতন কসবার হাসেম সরদারের ছেলে। শুক্রবার ২৬ জুন দুপুওে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত -৪ মাহাদী হাসানের সামনে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন এবং ইমু হত্যাকান্ডের বর্ণনা করেন। ২৫ জুন বৃহস্পতিবার রাত সোয়া ৮ টার সময় শহরের পুরাতন কসবা এলাকা থেকে পিবিআইয়ের চৌকস টিম শাহিন সরদারকে গ্রেফতার করে। এছাড়া, গ্রেফতারকৃত শাহিন সরদার কে জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের সহিত জড়িত মর্মে স্বীকার করে ও তার স্বীকারোক্তি মোতাবেক দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত দুইটি বড় হাসুয়া-দা শহরের বিবি রোডের শিশু একাডেমীর বাউন্ডারী ওয়ালের মধ্যে থেকে উদ্ধার করা হয় । উল্লেখ্য গত ২১ জুন সন্ধ্যারাতে উপশহর শিশু হাসপাতালের সামনে দূবৃর্ত্তরা এহসানুল ইমুকে এলোপাতাড়ী কুপিয়ে হত্যা করে।#