যশোর উপশহরে গৃহবধূর ছবি তোলা নিয়ে এক ব্যক্তি খুনের অভিযোগ স্বামীস্ত্রী আটক

0
366

বিশেষ প্রতিনিধি : মেয়েলী ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক (৫৩) নামে এক ব্যক্তি খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খুনের সাথে জড়িত অভিযোগে হোসেন ও তার স্ত্রী মৌসুমীকে আটক করেছে। ঘটনাটি যশোর সদর উপজেলার বিরামপুর সারথী মোড়ের।
অভিযোগে জানাগেছে, আব্দুর রাজ্জাকের মেয়ে রজনীর জামাই মালয়েশিয়া থাকে। উক্ত রজনীর ছবি তোলাকে কেন্দ্র করে কয়েকদিন পূর্বে হোসেনের সাথে বিরোধ চলে আসছে। বুধবার ২০ নভেম্বর রাজ্জাকের সাথে হোসেনের বিরোধ দেখা দেয়। এ নিয়ে বৃহস্পতিবার রাতে এলাকায় মিমাংসার আয়োজন হয়। শুক্রবার সকালে রাজ্জাকের সাথে হোসেনের হাতাহাতির এক পর্যায় হোসেন রাজ্জাককে লাথি ও ঘুষি মারে। তাতে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এইচএমএ লতিফ জিজ্ঞাসাবাদের জন্য পটুয়াখালী জেলার বাসিন্দা বর্তমানে বিরামপুর সারথী মোড়ের আবুল কালাম সিকদারের ছেলে হোসেন ও তার স্ত্রী মৌসুমীকে হেফাজতে নিয়েছে। আব্দুর রাজ্জাক ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বারফা গ্রামের মৃত ফজর আলীর ছেলে। বর্তমানে উপশহর সারথী মোড়ের এক বাড়িতে ভাড়া থাকে। হোসেন ও আব্দুর রাজ্জাক একই বাড়িতে ভাড়া থাকে। কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান,রাজ্জাকের মেয়ের ছবি তোলা নিয়ে হোসেনের বিরোধের জের ধরে তাদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে। এতে রাজ্জাক আহত হলে তাকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। যেহেতু মারামারির ঘটনায় মারা গেছে তবে নিহতর শরীরে আঘাতের চিহ্ন না থাকায় জিডি মূলে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। নিহর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। হোসেন ও তার স্ত্রী মৌসুমীকে হেফাজতে নেওয়া হয়েছে।