যশোর উপশহরে ছাত্রলীগ নেতা সুজন গুলিবিদ্ধর ঘটনায় ৬ জনের নামে পিতার মামলা দায়ের

0
551

বিশেষ প্রতিনিধি : মঙ্গলবার গভীর রাতে উপশহর এলাকায় ছাত্রলীগ নেতা সজীব হোসেন সুজন (২২) গুলিবিদ্ধর ঘটনায় কোতয়ালি মডেল থানায় ৬ সন্ত্রাসীর নামে মামলা দায়ের করা হয়েছে। আহত সুজনের পিতা আসাদুল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে, উপশহর বি ব্লক বাসা নং ১৪৬ এর মৃত ওমর আলী মাষ্টারের ছেলে ইমরান খান ওরফে বিহারী ছাপ্পান্ন, উপশহর ডি ব্লক মসজিদের সামনে মনু মিয়া ওরফে মনু মিস্ত্রীর ছেলে আসাদুজ্জামান ওরফে কাঠ নান্নু, উপশহর বি ব্লক বাসা নং ১৯০ এর লাভলুর ছেলে তুহিন, বিহারী ছাপ্পান্ন এর ছেলে লিমু, উপশহর বি ব্লক বাসা নং ১৪৭ এর পারভেজ আলমের ছেলে পিয়াস ও উপশহর বি ব্লক বাসা নং ১৯০ এর মোন্তাজের ছেলে লাভলুসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
উপশহর ১নং সেক্টরের মৃত তাহাজ্জত হোসেনের ছেলে আসাদুল ইসলাম বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, তার ছেলে সজীব হোসেন সুজন উপশহর ডিগ্রী কলেজের ছাত্রলীগের আহবায়ক। আসামীরা এলাকায় নানা অপরাধ মূলক কর্মকান্ড ঘটানোর কারনে তার ছেলে তা প্রতিবাদ জানায়। আসামীদের অপরাধ মূলক কর্মকান্ড করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে আসামীরা। মঙ্গলবার রাত ১ টায় তার ছেলে পিকনিক শেষে বাড়ির উদ্দেশ্যে ফিরছিল। রাত ১ টা ৫ মিনিটে উপশহরস্থ মৃত মনিরুল ইসলাম তুহিনের বাড়ির সামনে পৌছালে উল্লেখিত আসামীরা তার গতিরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও সুজনের পেটের বাম পাশে গুলি বর্ষন করে। গুলি বিদ্ধর পর সুজন মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পেটের মধ্যে থেকে গুলি অপসারণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here