যশোর উপশহরে যুবলীগ নেতা কাজল হত্যা মামলার তিন আসামীর আদালতে আত্মসমর্পন

0
510

এম আর রকি : যশোর উপশহর ইউনিয়ন পরিষদের অদূরে প্রকাশ্যে যুবলীগ নেতা এনামুল ইসলাম কাজল (৩৫) হত্যা মামলার এজাহার নামীয় তিন আসামী আত্মসমর্পন করেছেন। উপশহর পুলিশ ক্যাম্পের আইসি মামলার তদন্তকারী কর্মকর্তার অব্যাহত অভিযানের ভয়ে বৃহস্পতিবার যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করেন।
আত্মসমর্পনকৃত এজাহার নামীয় আসামীরা হচ্ছে, উপশহর ডি ১২০ নং বাড়ির মনির উদ্দিন শেখ মনিরের ছেলে হাবিবুর রহমান টমাস, উপশহর এ ৩২৮ নং বাড়ির ভাড়াটিয়া নাসিম উদ্দিনের ছেলে রনি, খুলনা রুপসা থানার নৈহাটি গ্রামের নাজমুল শেখের ছেলে মামুন শেখ। সে বর্তমানে সদর উপজেলার বিরামপুর ভাটাপাড়ার নিজাম মৌলবীর বাড়ির ভাড়াটিয়া। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান,গত ২১ মে দুপুরে উপশহর ইউনিয়ন পরিষদরে অদূরে কাঠ গোলার সামনে যুবলীগ নেতা এনামুল ইসলাম কাজল পৌছালে উল্লেখিত সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে এসে কাজল বহনকৃত মোটর সাইকেল গতিরোধ করে। কোন কিছু বুঝে ওঠার আগে কাজলকে উপুর্যপরি ছুরিকাঘাত এক পর্যায় হত্যা নিশ্চিত করে চলে যায়। এ ঘটনায় ২২ মে নিহত কাজলের ছোট ভাই ইয়ানুর ইসলাম সজল বাদি হয়ে এজাহার দায়ের করেন। মামলা নং ১৫১ ,ধারা ৩০২/৩৪ পেনাল কোড তারিখঃ২২/০৫/১৭ ইং। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উপশহর পুলিশ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম। হত্যা কান্ডের প্রত্যক্ষ হিসেবে উপশহর ট্রাকস্ট্যান্ড বস্তির মৃত আওয়ালের ছেলে ইকবাল,সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম বিল্লাল আদালতে হাজির হয়ে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। ঘটনার পর থেকে আসামীরা পলাতক জীবন যাপন করলেও উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম তাদেরকে গ্রেফতারের জন্য তৎপর থাকায় আসামীরা ভয়ে আদালতে হাজির হয়ে আত্মসমর্পন করলো বলে আব্দুর রহিম জানান। এজাহার নামীয় আসামীরা বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক জামিনের আবেদন নাকোচ করে কারাগারে প্রেরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here