যশোর উপশহর থেকে অস্ত্র বিক্রেতা শংকরপুরের কবির চৌধুরী বিদেশী পিস্তলসহ গ্রেফতার

0
435
dav

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানা ও উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে অস্ত্র বিক্রেতার অভিযোগে মোঃ হাফিজ আল আসাদ ওরফে কবীর চৌধুরী নামে এক যুবককে গভীর রাতে গ্রেফতার করেছে। সে যশোর শহরের শংকরপুর এলাকার বাসিন্দা ও বর্তমানে উপশহর বাসা নং ২৩ ব্লক জি সেক্টর ৭ জেসমিন খাতুনের বাড়ির দ্বিতীয়তলার বাড়ির ভাড়াটিয়া মৃত কিনাই চৌধুরীর ছেলে। তার দখল হতে আমেরিকার তৈরী একটি পিস্তল ম্যাগজিনসহ উদ্ধার করেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে,শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার পর উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই শরিফ উদ্দিন,এসআই ফারুক হোসেন গোপন সূত্রে খবর পান উক্ত বাড়িতে এক অস্ত্র বিক্রেতা ভাড়া থাকে। সে অস্ত্র বেচাকেনার সাথে সরাসরি জড়িত। উক্ত সংবাদের ভিত্তিতে কোতয়ালি মডেল থানায় খবর দিলে কোতয়ালি মডেল থানার এসআই আমিরুজ্জামান,এএসআই ইকবাল মাহমুদ,এএসআই বিপ্লব হোসেনসহ পুলিশের চৌকস ও সাহসী একটি টিম উক্ত ভাড়া বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘন্টা খানেক উক্ত বাড়ির দোতলায় কবির চৌধুরীর কক্ষ তল্লাশী কার্যক্রম চালায়। এক পর্যায় পুলিশ খোঁজ খবর নিয়ে দেখতে পান উক্ত ভাড়া বাড়ির রান্না ঘরের কাঠের টেবিলের নীচের ড্রয়ারের নীচে একটি পিস্তল রাখা রয়েছে। হাফিজ আল আসাদ ওরফে কবির চৌধুরীর দখলে রাখা উক্ত ম্যাগজিনসহ অত্যাধুনিক পিস্তল জব্দ করেন। পুলিশ জানায় কবির চৌধুরীর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় ওয়ারেন্ট রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র বেচাকেনাসহ বহুবিধ অভিযোগ রয়েছে। এ ব্যাপারে এএসআই বিপ্লব শেখ বাদি হয়ে হাফিজ আল আসাদ ওরফে কবিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তর ভার দেওয়া হয়েছে উপশহর পুলিশ ক্যাম্পে যোগদানকৃত এসআই ফারুক হোসেনকে। ফারুক হোসেন অস্ত্র মামলায় কবির চৌধুরীকে আদালতে চালান দিয়ে রিমান্ডের আবেদন জানাবেন বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here