যশোর উপশহর পশু হাটে দু’দিনে মাত্র ৪০টি গরু উঠেছে ॥ পশু হাট জমা নিয়ে চরম সংশয় প্রকাশ

0
1169
সংগৃহীত ছবি।

এম আর রকি যশোর: আর মাত্র দু’দিন পর পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহাকে লক্ষ্য করে যশোর উপশহরের পশু হাট জমেনি। গত দু’দিন যাবত উপশহর ইউনিয়ন পরিষদের সামনে সড়কে গড়ে ওঠা পশু হাটে ৪০টি গরু ওঠে। ক্রেতার থেকে বিক্রেতার সংখ্যা কম থাকায় পশু হাট ইজারা নেওয়া ব্যক্তির মাথায় হাত উঠেছে। অপর দিকে,এক বছর যাবত লালন পালন করা পশু খামারিরা তাদের গরু চড়া দাম চাওয়ায় ক্রেতারা ঘুরপাক খাচ্ছে।
খোঁজ নিয়ে জানাগেছে,আজ বুধবার আর মাত্র দুই দিন পর পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহা উপলক্ষে বিগত দু’ বছর যাবত যশোর ৫ নং উপশহর ইউনিয়ন পরিষদরে সামনের সড়কে ও উপশহর পার্ক পশু হাট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্বাধীনতার পর থেকে যশোর সদর উপজেলার উপশহর খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় গরু ছাগলের হাট হিসেবে ব্যবহার হয়ে আসছে। সে সময় প্রতি সোমবার বিকেলে উক্ত হাটে গরু ও ছাগল কেনাবেচা হতো। যশোর সদর উপজেলার সবচেয়ে বড় হাট উপশহর পশু হাট বিলুপ্তি হওয়ার পর সোমবার আর গরু ছাগল কেনাবেচা হয়না। উপশহর খাজুরা বাসস্ট্যান্ড পশু হাটে ছাগলের হাট উঠে ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে চলে গেছে। সেই থেকে ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে ছাগলের হাট বসছে। তবে উপশহর খাজুরা বাসস্ট্যান্ড সংলগ্ন পশু হাট উঠে যাওয়ার পর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপশহর ইউনয়ন পরিষদের সামনে ডি,সি ব্লকের সামনে ও উপশহর পার্কে গরুর হাট বসলেও এবার গতকাল মঙ্গলবার ২৯ আগষ্ট মাত্র ২১টি গরু উঠেছে। গরু বিক্রেতাদের চেয়ে ক্রেতার সংখ্যা বেশী হওয়ায় বিক্রেতারা হাটে তোলা তাদের গরুর দাম চড়া মূল্য হাকাচ্ছে। বিক্রেতার চেয়ে ক্রেতার সংখ্যা বেশী হলেও গরুর দাম অন্যান্য বছরের তুলনায় দ্বিগুন থেকে তিনগুন চাওয়ায় ক্রেতারা ঘুর পাক খাচ্ছে। উপশহর পশু হাট কমিটি সূত্রে জানাগেছে,ঈদের মাত্র দু’দিন বাকী থাকলেও হাটে গরু উঠা নিয়ে চরম হতাশার মধ্যে পড়েছে হাট ইজারা নেওয়া ব্যক্তি। উপশহর পশু হাটে গরু না উঠার ব্যাপারে খোঁজ নিয়ে জানাযায়,যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের গ্রাম গুলিতে প্রায় প্রতিটি বাড়িতে ছোট বড় গরু খামার গড়ে উঠেছে। খামারীরা তাদের গোয়ালে থাকা গরু গোয়াল থেকে বের করতে চাচ্ছেনা। তার কারণ ক্রেতারা সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে গরু সন্ধান করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাছাড়া,হাটে গরু বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরা নিয়ে চরম আতংকের মধ্যে ও পশু হাটে ক্রেতাদের কাছ থেকে নেওয়া টাকা জ্বাল হওয়ার ভয়ে তারা গরু হাটে তুলছে না। অপর একটি সূত্র বলেছে,যশোর সদর উপজেলার ইউনিয়নের প্রায় কয়েক হাজার বাড়িতে ছোটবড় কমপক্ষে ৫ শতাধিক গরুর খামার গড়ে উঠেছে। বাড়ি বাড়ি খামার গুলিতে নূন্যতম ১টি থেকে ১০টি গরু আবার বড় বড় খামারে ২০ থেকে ৮০টি গরু নিয়ে গড়ে উঠেছে। খামার গুলোতে এক দাঁত থেকে ছয় দাঁতের গরু রয়েছে। দেশী এড়ে,ষাঁড় গরুর চাহিদার পাশাপাশি জার্সি গরুর কদর রয়েছে এবার ঈদুল আযহাতে। যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষ্যে ৭টি গরু ছাগলের হাট বসে বলে জানাগেছে। এবার হাটের অবস্থা দেখে মাথায় হাত উঠেছে ইজারা নেওয়া ব্যক্তিদের। কয়েক লাখ টাকায় ডেকে নেওয়া হাটে গরু না উঠায় চরম হতাশার মধ্যে পড়েছে ইজারা নেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠান।এখন আগামীকাল ও পরশু দেখার অপেক্ষায় রয়েছে উপশহর গরু হাটের পরিস্থিতি দেখতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here