যশোর উপশহর বুড়ি বটতলা পুকুর পশ্চিম পাড়ে ৭টি দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি

0
333

বিশেষ প্রতিনিধি : বুধবার ভোর রাতে যশোর উপশহর খাজুরা বাসস্ট্যান্ডের অদূরে সালভেশন আর্মির পূর্ব পাশে বুড়ি বটতলা পুকুরের পশ্চিম পাশে ৭টি দোকানে আগুন লেগে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। দুই ঘন্টা ব্যাপী আগুনের তীব্রতা প্রতিষ্ঠানগুলির মালামাল পুড়ে ভম্মিভূত হয়ে গেছে।
যশোর কিসমত নওয়াপাড়ার বাসিন্দা মৃত আমির আলীর ছেলে তোতা জানান, বুধবার গভীর রাত প্রায় সাড়ে ৩ টায় হঠাৎ তিনি জানতে পারেন উক্ত স্থানে তার দোকানে আগুন লেগেছে। সে ঘুম থেকে ওই রাতে ছুটে যান সেখানে। সেখানে গিয়ে দেখতে পান মোশারফ হোসেনের খোয়া ভাঙ্গার মেশিন ও যন্ত্রপাতি রাখার ঘরের উপরে বৈদ্যুতিক তার থেকে আগুনের সুত্রপাত ছিটকে তার চালের উপর পড়ে আগুনের সূত্রপাত ঘটে। উক্ত মোশারফ হোসেনের দোকানের পাশে মোস্তাফিজুর রহমানের ইজিবাইক মেরামত গ্যারেজ,তার পাশে পিন্টু ওয়েলডিং, তোতার ডায়নামা মিস্ত্রী,সহিদের ইঞ্জিনের লেদ ও হাফিজুর রহমানের ডেন্টিংপেনটিং ওয়ার্কশপ পুড়ে যায়। মোশারফ হোসেনের ঘর ও মালামাল পুড়ে ৫০ হাজার, মোস্তাফিজুর রহমানের দোকান ঘর পুড়ে ৬লাখ,পিন্টুর ওয়েলডিং দোকান পুড়ে ৪ লাখ, সাইদের টায়ার টিউব মেরামত যন্ত্রপাতি পুড়ে ৫০ হাজার, তোতার ডেনটিং ও যন্ত্রপাতি পুড়ে ৫লাখ ,সহিদের দোকান পুড়ে ৫০ হাজার ও হাফিজুরের দোকান পুড়ে ৪ লাখ টাকার ক্ষতি সাধন হয়। আগুন ধরে প্রায় ২ ঘন্টা ব্যাপী পুড়ে ভস্মিভূত হয়। ভোর রাতে ফায়ার সার্ভিসের একটি টিম খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে প্রথমে ব্যর্থ হলে পরে নিয়ন্ত্রনে আনে।#