যশোর এমএআইটি ক্যাম্পাসে স্টেপ প্রকল্পের সহযোগিতায় স্কিল কম্পিটিশন অনুষ্ঠিত

0
324

বিশেষ প্রতিনিধি : সরকারের শিক্ষা মন্ত্রনালয়ে স্কিল ইনহেনসমেন্ট প্রজেক্ট (স্টেপ) এর আর্থিক সহযোগিতায় মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজি (এমএআইটি) যশোর ক্যাম্পাসে গতকাল দিনব্যাপী স্কিল কম্পিটিশন অনুষ্ঠিত হয়। কম্পিটিশনে প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যায়নরত শিক্ষার্থীরা ১৮টি প্রজেক্ট প্রদর্শীত হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আনসার উদ্দিন প্রধান অতিথি হিসেবে সকাল ১০টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী আরিফ নূর। রেজিস্ট্রার নূর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেন নাজমুল হোসেন। ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন শেষে প্রধান অতিথি ও বিশেষ াতিথিসহ প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলী প্রতিযোগিতার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। প্রধান অতিথি প্রতিষ্ঠানের বাহাদুরপুরস্থ নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এই স্কিল কম্পিটিশনে প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনীর বিষয়ে ভূষয়ী প্রশংসা করেন এবং দেশের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে এসব নতুন নতুন উদ্ভাবনী কাজে লাগিয়ে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার সরকারী উদ্যোগকে সহায়তার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারীদের মুল্যায়ন করেন যশোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান জাহাঙ্গীর, যবিপ্রবির সাইনটিফিক অফিসার হেলালুল ইসলাম,দৈনিক স্পন্দন পত্রিকার বার্তা সম্পাদক শিকদার খালিদ ও দৈনিক সমাজের কথার বার্তা সম্পাদক ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন । পরে বিচারকদের রায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিন জন সেরা উদ্ভাবককে পুরস্কৃত করেন অতিথিবৃন্দ। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়। প্রতিযোগিতায় ইন্টারনেটের মাধ্যমে ইলেকট্রিক্যাল এ্যাপলাএয়ন্স কনেট্রাল প্রকল্পের জন্য গোপাল শীল ওতার দল প্রথম স্থান, সেতুতে টোল আদায়ে স্মার্ট পদ্দতির প্রয়োগ প্রকল্পের জন্য মিরাজুল ও তার দল দ্বিতীয় স্থান এবং সোল্রা প্যানেলের মাধ্যমে স্বল্প খরচে খাদ্যদ্রব্য সংরক্ষণ প্রকল্পের জন্যমহব্বত হোসেন ও তার দল তৃতীয় স্থান অধিকার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here