যশোর এমএসটিপি গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে শোকজ

0
568

নিজস্ব প্রতিবেদক : দৈনিক নওয়াপাড়া পত্রিকায় যশোর মধুসুদন তারাপ্রসন্ন (এমএসটিপি) গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনামের বিরুদ্ধে প্রতিষ্ঠানের এডহক কমিটি গঠন নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের নিউজ প্রকাশের পর শোকজ করা হয়েছে। চলতি বছরের গত ২৯ মার্চ যশোর শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরির্দশক গাজী মনিবুর রহমান স্বাক্ষিরত এক পত্রের মাধ্যমে অধ্যক্ষকে শোকজ করা হয়। যার স্মারক নং-বিঅ-৬/৬০০৪/১৯৬৮। শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষাবোর্ডে প্রতিষ্ঠানটির সাবেক অভিভাবক প্রতিনিধি মোল্লা জাহিদ হোসেন নামক একজন অভিভাবক অধ্যক্ষের বিরুদ্ধের এডাহক কমিটি গঠন সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষকে শোকজ করা হয়েছে। শোকজে সাত কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিতে বলা হয়েছে। অভিযোগে মোল্লা জাহিদ উল্লেখ করেছিলেন, সম্পূর্ণ অবৈধভাবে এডাহক কমিটি গঠন করেছেন অধ্যক্ষ খায়রুল আনাম। তিনি কোনো নিয়মনীতি তোয়াক্কা করেননি। চার সদস্য বিশিষ্ট এডাহক কমিটিতে অবৈধভাবে তিনি দুজনকে সদস্য বানিয়েছেন। এরা অধ্যক্ষের পছন্দের ও প্রিয়ভাজন বলে পরিচিত। এরা হলেন সাবেক দাতা সদস্য মিজানুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক চায়না বেগম। মিজানুর রহমানকে করা হয়েছে ভুয়া ছাত্রী অভিভাবক প্রতিনিধি ও চায়না বেগমকে করা হয়েছে অবৈধ শিক্ষক প্রতিনিধি। এই মিজানুর রহমানের কোন মেয়ে এ প্রতিষ্ঠানে লেখাপড়া করে না। প্রধান শিক্ষক পদাধিকার বলে কমিটির সদস্য সচিব সেহেতু প্রশাসনের দুজন ব্যক্তি কমিটিতে থাকতে পারে না। অধ্যক্ষের প্রিয়ভাজন হওয়ায় সহকারী প্রধান শিক্ষক চায়না বেগমকে শিক্ষক প্রতিনিধি বানানো হয়ছে। চলতি বছরের ৬ ফেব্রুয়ারী নির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই অধ্যক্ষ বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের জোযশাজসে চার সদস্য বিশিষ্ট এই এডাহক কমিটিতে অবৈধভাবে এ দুজনকে নিয়ে অনুমোদন করান। ম্যানেজিং কমিটি অনুমোদনের ক্ষেত্রে এ প্রতিষ্ঠানটিতে কলেজ পরিদর্শকেরও অনুমোদনের প্রয়োজন। কারণ প্রতিষ্ঠানটি কলেজিয়াট। অথচ শুধুমাত্র বিদ্যালয় পরির্দশকের অনুমোদনের মাধ্যমে কমিটি পাশ করা হয়েছে। যেটা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ।
এসব অভিযোগের বিষয়ে নিউজ করার জন্য ২০ মার্চ অধ্যক্ষ খায়রুল আনামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে। অবৈধভাবে কাউকে কমিটিতে সদস্য করা হয়নি। মিজানুর রহমানকে ডিসির প্রতিনিধি ও চায়না বেগমকে ডিওর প্রতিনিধি হিসেবে সদস্য করা হয়েছে। মিজানুর রহমান এক গরীব একছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিয়ে অভিভাবক প্রতিনিধি হয়েছেন। দুজনকে নিয়ম মেনেই কমিটিতে রাখা হয়েছে। শিক্ষাবোর্ড থেকে কমিটির অনুমোদনও দেওয়া হয়েছে। নিয়ম বর্হিভূত হলে তো শিক্ষাবোর্ড অনুমোদন দিত না। শোকজের বিষয়ে শিক্ষাবোর্ডর বিদ্যালয় পরিদর্শক গাজী মনিবুর রহমান বলেন, যথাযথ নিয়মেই অধ্যক্ষ খায়রুল আনামকে শোকজ করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে তার জবাব বা উত্তর দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত শোকজের জবাব আমার দপ্তরে পৌছায়নি। জবাব পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে কি ব্যবস্থা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here