যশোর এমএসটিপি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ

0
571

নিজস্ব প্রতিবেদক : যশোর তারাপ্রসন্ন মধুসূদন (এমএসটিপি) স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনামের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও নোট-গাইড বাণিজ্যসহ নানামুখী অনিয়মের অভিযোগ তুলেছেন সাধারণ অভিভাবকরা। তিনি ছাত্রীদের জিম্মি করে অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। তার মানসিক অত্যাচারে সাধারণ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অতিষ্ঠ হয়ে উঠেছেন। অধ্যক্ষের সকল অনিয়মে সহযোগিতা করছেন সহকারী প্রধান শিক্ষক চায়না বেগম ও অবৈধ অভিভাবক প্রতিনিধি মিজানুর রহমান। প্রতিষ্ঠানের সাবেক অভিভাবক সদস্য মোল্লা জাহিদ হোসেন এসব অভিযোগ করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি এভাবে চলতে থাকলে অল্প সময়ের মধ্যে তার দীর্ঘদিনের ভাবমূর্তি ও সুনাম হারিয়ে যাবে। মোল্লা জাহিদ তার অভিযোগে বলেন, বর্তমানে শিক্ষক নিযোগ সম্পূর্ণ এইটারসিএর হাতে। কিন্তু অধ্যক্ষ অবৈধভাবে মাস্টাররুলে অনেক শিক্ষক নিযোগ দিয়েছেন। যাদের প্রত্যেকের কাছ আড়াই থেকে তিন লাখ করে টাকা নিয়েছেন। মাস্টাররুলে বর্তমানে কর্মরত আছেন নুরুন নাহার, সুমী খাতুন, ফারজানা, সাদিয়া, আসমানী, বীথি, গৌতম কুমার রায়, নাজমুন, শিমুল মন্ডল, গৌতম কুমার, জিল্লুর রহমান, আকলিমা আখি, নিলীমা। এছাড়া অনেকে চাকরি ছেড়ে চলে গেছেন। বিষয়টি কয়েকজনের মধ্যে সিমাবদ্ধ। প্রতিষ্ঠানের সভাপতি সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ সহ কমিটির অন্যকেউ জানেন না। অধ্যক্ষ প্রতিষ্ঠানের ডোনেশনের কথা বলে গত আট হাসানবুক ডিপো ও এক বছর জুপিটার কোম্পানির কাছ মোট ৪০ লাখ টাকা নিয়েছেন। এবছরও তিনি হাসানবুক ডিপোর কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছেন। গতবছর তিনি এ্যাডভান্স কোম্পানির কাছ থেকেও ৪০ হাজার টাক নিয়েছেন। যার কোন টাকাই তিনি প্রতিষ্ঠানে দেননি। অধ্যক্ষ এসব নিম্ন মানের নোট-গাইড কিনতে শিক্ষক ও ছাত্রীদের বাধ্য করান। অধ্যক্ষ ও মিজানুর রহমান আলাদা ব্যাংকে নিজেদের নামে টাকা জমা রেখেছেন। আর এ টাকার মধ্যমে লোন নিয়ে ব্যবসা করছেন। এভাবেই প্রতিষ্ঠানের প্রতিটি কাজেই তিনি অনিময় করেন। তার কাজের কোন স্বচ্ছতা নেই। প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, উন্মুক্ত ও ক্লাব হাউস পরিচালনা করার জন্য কোন কমিটি নেই। সবকিছু অধ্যক্ষ নিজে পরিচালনা করেন। অধ্যক্ষ বছর শেষে জেএসসি ও এসএসরি অনেক ছাত্রীকে বছর শেষে শ্রেণী শিক্ষককে না জানিয়ে টিসি প্রদান করেন। তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন। সিনিয়র শিক্ষকরা অধক্ষের এসব অন্যায় ও অবৈধ কাজের প্রতিবাদ করলে তিনি ইনক্রিমেন্ট বন্ধ ও সাসপেন্ড করার হুমকি দেন। অধ্যক্ষ তার এসব অবৈধ কাজের সহযোগি হিসেবে রাখতে প্রতিবারই মিজানুর রহমানকে ম্যানেজিং কমিটিতে দাতা সদস্য হিসেবে রাখেন। এবার আহবায়ক কমিটিতেও তিনি মিজানুর রহমানকে অবৈধভাবে ছাত্রী প্রতিনিধি বানিয়েছেন। অথচ তার কোন মেয়ে এ প্রতিষ্ঠানে লেখাপড়া করেন না। তার আরএকজন সহযোগি সহকারী প্রধান শিক্ষক চায়না বেগমকেও আহবায়ক কমিটির শিক্ষক প্রতিনিধি বানিয়েছেন। অথচ নিয়ম অনুযায়ী প্রশাসনের দুজন ব্যক্তি কমিটিতে থাকতে পারে না। সকল অপকর্ম ঢাকতে এভাবেই ইচ্ছামত ম্যানেজিং কমিটি গঠন করেন। এ ব্যাপরে অধ্যক্ষ খায়রুল আনামের কাছে বিষয়টি জানার জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৪০৮১৩৫৬৫ একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here