যশোর কামালপুর গ্রাম থেকে মোটর সাইকেল চুরির ঘটনায় ছয় চোর সনাক্ত করে মামলা

0
478

বিশেষ প্রতিনিধি : যশোর সদর উপজেলার কামালপুর গ্রামের জামে মসজিদের সামনে থেকে মোটর সাইকেল চুরি যাওয়ার এক মাস ৩ দিন পর কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলায় বাদী ৬ চোরের নাম সংগ্রহ করেছে। এরা হচ্ছে, যশোরের মণিরামপুর উপজেলার উল্টরপাড়ার জালাল সরদারের ছেলে নজরুল ইসলাম,একই উপজেলার প্রতাপকাটি গ্রামের প্রফুল্ল আচার্য’র ছেলে বিশ^নাথ আচার্য ওরফে ভূত ঠাকুর,দোনার গ্রামের এশাব আলীর ছেলে আমিনুর রহমান,ভোজগাতী গ্রামের ইনতাজ আলীর ছেলে কামরুজ্জামান ওরফে কামরুল,একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোহাগ ও জামজামি গ্রামের ওসমান গণিসহ অপ্সাতনামা ২/৩জন। কামালপুর গ্রামের মহিউদ্দিন সরদারের ছেলে ইলিয়াজ হোসেন তার দায়েরকৃত এজাহারে বলেছেন,গত ৬ জুলাই দুপুরে তিনি তার বাজাজ সিটি-১০০ মোটর সাইকেল যার রেজিষ্ট্রেশন নং (যশোর হ-১৪-০৫৮৯) মোটর সাইকেলটি কামালপুর জামে মসজিদের সামনে রেখে নামাজ আদায় করতে যায়। ফিরে এসে দেখেন মোটর সাইকেল সংঘবদ্ধ চোরেরা চুরি করে সটকে পড়ে।পরবর্তীতে তিনি কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করে। এদিকে,গত ৭ আগষ্ট সকালে তিনি খবর পান মনিরামপুর থানা পুলিশের হাতে দু’টি চোরাই মোটর সাইকেলসহ মোটর সাইকেল সিন্ডিকেটের সক্রিয় সদস্য নজরুল ইসলাম মনিরামপুর থানায় গেস্খফতার হয়েছে। তিনি মনিরামপুর থানায় গিয়ে নজরুল ইসলামের সাথে দেখা করলে তিনি তার মোটর সাইকেল চুরির কথা স্বীকার করে ও তার সাথে কারা জড়িত তাদের নাম প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here