যশোর কারাগারের সামনে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতের ঘটনায় ৬ সন্ত্রাসীর নামে মামলা

0
383

বিশেষ প্রতিনিধি: গত ২৪ আগষ্ট দুপুরে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে বাবু নামে এক যুবককে উপর্যপুরি ছুরিকাঘাত করে ১৮ হাজার টাকা মূল্যের মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৬ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আহত যুবকের ভাবী যশোর শহরের পালবাড়ী মোড় বর্তমানে বেজপাড়া টিবি ক্লিনিক আছমার বাড়ির ভাড়াটিয়া সাঈদ হোসেনের স্ত্রী আনু বেগম বাদি হয়ে মামলা করেন। মামলার আসামীরা হচ্ছে,শহরের গাড়ীখানা রোডের জামালের ছেলে রানা, ঘোপ বাইলে বুড়ির বাগান হাজীর বাড়ির ভাড়াটিয়া আক্তার হোসেন ওরফে রিকশাওয়ালা আক্তারের ছেলে সুজন,গাড়ীখানার বিল্লাল,ঘোপ সেন্ট্রাল রোডের এডভোকেট ওলিয়ারের বাড়ির ভাড়াটিয়া মৃত আশরাফুল হকের ছেলে ভাগ্নে সোহেল, ঘোপ বুড়ি বাগান এলাকার মৃত কুদ্দুস ইসলামের ছেলে জীবন ইসলা ওরফে আকাশ,কিসমত নওয়াপাড়ার আব্দুর রহিমের ছেলে রাব্বিসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
দায়েরকৃত এজাহারে আনু বেগম বলেছেন,তার দেবর বাবু পালবাড়ী বজলুর বাড়ির ভাড়াটিয়া। গত ২৪ আগষ্ট দুপুরে সে কারগারের সামনে অবস্থান কালে পূর্ব শত্রুতার কারনে উল্লেখিত সন্ত্রাসীরা চারিদিক থেকে ঘিরে এলোপাতাড়ীভাবে মারপিট পূর্বক ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় বাবুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here