যশোর কেন্দ্রীয় কারাগারে মাদকদ্রব্য পাচারের অভিযোগে তিনজনকে বাইরে ডিউটি বন্টন

0
1301

বিশেষ প্রতিনিধি : যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে মাদকদ্রব্য নিয়ে যাওয়ার অভিযোগে এক সহকারী প্রধান কারারক্ষী ও দুই কারারক্ষীকে ভিতর থেকে বাইরে ডিউটি দেওয়া হয়েছে। এরা হচ্ছে,সহকারী প্রধান কারারক্ষী শেখ মোঃ দাউদ হোসেন,কারারক্ষী আলিমুজ্জামান ও কারারক্ষী রিপন। ৪ জুন সোমবার দুপুরে কারাকারের জেলার তাদেরকে ভিতরের ডিউটি থেকে অব্যহতি দিয়ে বাইরে ডিউটি দেওয়ার নির্দেশ দেন।
কারাগার সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছেন,র্দীঘদিন যাবত সহকারী প্রধান কারারক্ষী শেখ দাউদ হোসেন ও কারারক্ষী আলিমুজ্জামান এবং কারারক্ষী রিপন বাইরে থেকে মাদকদ্রব্য সর্তকতার মাধ্যমে ভিতরে নিয়ে বন্দি আসামীদের কাছে চড়া মূল্যে সরবরাহ করে। বিষয়টি কারাগারের জেলারের কাছে খবর আসে। সোমবার ৪ জুন দুপুরে এমন অভিযোগের সত্যতা পেয়ে জেলারের নির্দেশে উক্ত তিনজনকে ভিতর থেকে বাইরে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়। কারাগারের সহকারী প্রধান রক্ষী ও রক্ষীদের মাধ্যমে বন্দি হাজতী ও কয়েদী আসামীদের কাছে মাদকদ্রব্য পাচারের বিষয়টি নিয়ে গোটা কারাগারে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here