যশোর কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী ভৈরব ভবন হাসপাতালে বিছানা বিক্রি করে ফার্মাসিষ্ট আতাউর লাখোপতি হওয়ার স্বপ্ন বিভোর

0
440

এম আর রকি : যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে ভৈরব ভবনে অস্থায়ী হাসপাতালে বন্দি কয়েদী ও হাজতী আসামীদের কাছে বিছানা বিক্রি করে মাসে মোটা অংকের উৎকোচ গ্রহনের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ উঠেছে খোদ অত্র হাসপাতালের ফার্মাসিষ্ট আতাউর হক পারভেজ এর বিরুদ্ধে।
কারাগার সূত্রগুলো জানিয়েছেন,কারাগার অভ্যন্তরে ভৈরব ভবনে অস্থায়ী হাসপাতালের প্রথম তলায় রোগীদের মাথা পিছু শয্যা আড়াই হাজার ও দ্বিতীয়তলা ভবনে মাথা পিছু শয্যা তিন হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়। কারা হাসপাতালে যত গুলি বিছানা রয়েছে প্রতিটি বিছানায় যারা রয়েছেন তাদের কাছ থেকে ফার্মাসিস্ট আতাউর হক পারভেজ মাসিক প্রথম তলায় বিছানায় উঠতে আড়াই হাজার ও দ্বিতীয় তলা ভবনের শয্যায় তিন হাজার টাকা হাতিয়ে নেয়। মাথা পিছু আড়াই হাজার ও তিন হাজার হিসেবে মাসে প্রায় এই বিছানা ভাড়া দিয়ে ফার্মাসিস্ট আতাউর হক পারভেজ লক্ষাধিক টাকা উপার্জন করে। সূত্রগুলো বলেছে,কারাগারের হাসপাতালে রোগীদের রাখা হয়না। যাদের টাকা আছে শুধু তাদেরকে রাখা হয়। সূত্রগুলো আরো জানিয়েছেন, আতাউর হক পারভেজ প্রায় কয়েক বছর পুর্বে যশোর কেন্দ্রীয় কারাগারে ফার্মাসিষ্টের দায়িত্ব পালনের সুযোগে মাসে লাখ টাকা অবৈধবভাবে উপার্জনের টার্গেট নিয়ে মাঠে নেমে পড়েন। তিনি রক্ষি ও বন্দি কয়েদীদের মাধ্যমে কারাগারের ভিতরের বিছানা বিক্রি করে থাকেন। মাসের প্রথম সপ্তায় অগ্রিম টাকা পেলে তাকে বিছানার সুযোগ করে দেন। খোঁজ নিয়ে জানাগেছে, কারা হাসপাতালে যারা অবস্থান করছেন তারা কেউ রোগী নন। যদিও বন্দি কয়েদী ও হাজতী আসামীদের মধ্যে যারা অসুস্থ্য হয়ে পড়েন। তাদেরকে মিনিট করে অতি প্রয়োজনে বাইরে সরকারী হাসপাতাল গুলিতে ভর্তি করা হয়। আবার অনেক বন্দি কয়েদী ও হাজতী আসামীদের চিকিৎসার জন্য বাইরে সরকারী হাসপাতাল গুলিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কারাগারের হাসপাতালের বিছানা মাসিক হিসেবে বিক্রি করে ফার্মাসিষ্ট আতাউর হক পারভেজ লাখোপতি হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি কারাগারে কতিপয় কর্মকর্তার নির্দেশে এই কারবার করে থাকেন বলে তার কাছে জিজ্ঞাসাবাদ করলে তিনি অকোপটে স্বীকার করেন। তাই যশোর কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী ভৈরব ভবনের হাসপাতালে যারা থাকেন তারা আদৌও রোগী কিনা তা খতিয়ে দেখার জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বন্দি হাজতী ও কয়েদী আসামীদের আত্মীয়স্বজনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here