যশোর কেন্দ্রীয় কারাগারে দুই গ্রুপের দরপত্র নিয়ে টেন্ডারবাজির অভিযোগ

0
363

সাধারণ ঠিকাদারগন দরপত্র দাখিল করতে পারেনি

বিশেষ প্রতিনিধি : যশোর কেন্দ্রীয় কারাগারে আবারো টেন্ডারবাজির ঘটনা ঘটেছে। মঙ্গলবার কারাগারের উৎপাদন ও সাধারণ বিভাগের দুই গ্রুপের দরপত্র দাখিলে সাধারণ ঠিকাদারগন অংশ গ্রহন করতে পারেনি। যার ফলে সাধারণ ঠিকাদারগন পুনরায় দরপত্র আহবানের জন্য কারা মহা পরিদর্শকের হস্তক্ষেপ কামনা করেছেন।
কারাগারের নির্ভরযোগ্য সূত্রগুলো বলেছে,যশোর কেন্দ্রীয় কারাগারে উৎপাদন বিভাগ ও সাধারণ বিভাগের জন্য সম্প্রতি ঠিকাদারদের কাছ থেকে দরপত্র আহবান করা হয়। পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে কারা কর্তৃপক্ষ এই দু’টি বিভাগ থেকে দুই গ্রুপের দরপত্র আহবান জানায়। সাধারণ বিভাগের ১৪৯ আইটেম যথা,সাবান,সোডা,চুন,ধানের খড়সহ বিভিন্ন প্রকারের মালামাল ও উৎপাদন বিভাগের ১৫৯টি আইটেম যথা বাঁশ,পাট,প্লাস্টিক কেইন,রঙসহ বিভিন্ন প্রকারের মালামাল সরবরাহ। সরকার এই দুই বিভাগ থেকে সাধারণ ঠিকাদারদের মাধ্যমে মালামালক্রয় করবে। কারাগার সূত্রগুলো বলেছে,এই দুই বিভাগের টেন্ডারে অংশ গ্রহনের জন্য ৯জন ঠিকাদার দরপত্র ক্রয় করেন। গত ২৭ মে দরপত্র ক্রয়ের শেষ দিনে ৯জন ঠিকাদার দরপত্র ক্রয় করেন। মঙ্গলবার ২৮ মে দুপুর সাড়ে ১২ টায় দরপত্র দাখিলের শেষ দিন ছিল। দাখিলের শেষ দিন সাধারণ ঠিকাদারগন তাদের দরপত্র দাখিল করতে পারেননি। একজন জন প্রতিনিধি’র হস্তক্ষেপে অন্যান্য ঠিকাদারগর টেন্ডারে অংশগ্রহন করতে না পেরে উল্টো যারা দরপত্র ক্রয় করেছেন তাদের মধ্যে ৬ জনের কাছ থেকে দরপত্র তাদের হেফাজতে নেওয়া হয়েছে। সরকারকে লোকসানে ফেলতে দরপত্র টেন্ডারবাজি গ্রুপ তাদের মনমত মূল্য দিয়ে দরপত্র দাখিল করেছেন। সূত্রগুলো বলেছেন, দুই বিভাগে টেন্ডার দাখিল করেছেন জিল্লুল করিম টিপু,এমকে আল মামুন ও এসএম সফি। কারাকর্তৃপর্ক্ষে আহবানকৃত দরপত্র দাখিল করতে না পারায় সাধারণ ঠিকাদারগন পুনরায় দরপত্র দাখিলের জন্য কারা মহা পরিদর্শকের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here