যশোর কেন্দ্রীয় কারাগারে ঈদুল আযহা উপলক্ষ্যে উন্নত খাবারের ব্যবস্থা গ্রহন

0
296

বিশেষ প্রতিনিধি : শনিবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি কয়েদী হাজতী আসামীদের জন্য উন্নত খাবার বন্টনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদুল আযহার দিনে কারাগারে বন্দি হাজতী ও কয়েদী আসামীদের জন্য মাথাপিছু ৩শ’ গ্রাম ওজনের মাংস,৩শ’ গ্রাম চাউল,৮০ গ্রাম মাছ ছাড়াও ডিম,কোমল পানীয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব জানান,পবিত্র ঈদুল আযহা দিনে সকাল বেলায় বন্দিদের মধ্যে সেমাই ও মুড়ি,দুপুরে রুই মাছ সাদা ভাত আলুর দম,রাতে পোলাও,গরুর মাংশ,পান সুপারী ও কোমল পানীয় দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া, ঈদুল আযহা উপলক্ষ্যে যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বিভিন্ন রংয়ের পতাকা টাঙ্গানো হয়েছে। এছাড়া,বন্দিদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here