যশোর কেন্দ্রীয় কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে হাজতী ও কয়েদির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

0
524

নিজস্ব প্রতিবেদক : যশোর কেন্দ্রীয় কারাগারে দিনদিন বন্দি হাজতী ও কয়েদী আসামীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন হাজতী ও কয়েদীর সংখ্যা বৃদ্ধি পেলেও ধারণ ক্ষমতার নীচে রয়েছে বন্দির সংখ্যা। কারাগারের সূত্রগুলো জানিয়েছেন, সোমবার ১২ ফেব্রুয়ারী দুপুর ১২ টা পর্যন্ত কারাগারে ১ হাজার ৭শ’ ৩৭জন হাজতী ও কয়েদী আসামী রয়েছে। কারাগারের ধারণ ক্ষমতার চেয়ে ১শ’ ৮২জন কম বন্দি রয়েছে। যশোর কেন্দ্রীয় কারাগারে ধারণ ক্ষমতা ১ হাজার ৯শ’১৯জন। এর মধ্যে পুরুষ বন্দি ১হাজার ৮শ’ ৭৪জন ও মহিলা বন্দির ধারণ ক্ষমতা মাত্র ৪৫জন। পুরুষ বন্দি ধারন ক্ষমতার চেয়ে কমবন্দি থাকলেও মহিলা বন্দির ধারণ ক্ষমতার চেয়ে বেশী বন্দি রয়েছে। গতকাল সোমবার পর্যন্ত মহিলা বন্দি রয়েছে ৭২জন। পুরুষ বন্দি রয়েছে ১ হাজার ৬শ’ ৬৫ জন।
সূত্রগুলো আরো জানিয়েছেন,বর্তমানে হাজতি বন্দির সংখ্যা ১২শ’ । এর মধ্যে সাধারণ পুরুষ হাজতি ৮শ’ ৮৪জন,মহিলা হাজতি ৩১জন,দায়রা পুরুষ হাজতি ২শ’ ৬৭জন,মহিলা হাজতি ২জন,ডিভিশন প্রাপ্ত পুরুষ হাজতী ১জন,আরপি (ভারত) হাজতির সংখ্যা ১৫জন আর কয়েদি বন্দির সংখ্যা ৫৩৭জন। এর মধ্যে বিনাশ্রম পুরুষ কয়েদি ২১জন মহিলা কয়েদি ১জন,সশ্রম পুরুষ কয়েদি ৪০৭ জনের মধ্যে ১৫জন জেএমবি। মহিরা কয়েদির সংখ্যা ৩১জন। মৃত্যুদন্ড প্রাপ্ত পুরুষের সংখ্যা ৭০জন মহিলা মৃত্যু দন্ডপ্রাপ্ত সংখ্যা ৭জন।
কারাগারের সূত্রগুলো আরো জানিয়েছেন,বর্তমানে কারাগারে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড পুরুষ বন্দির সংখ্যা ৩শ’ ৩২জন ও মহিলা বন্দির সংখ্যা ২১জন। বিডিআর ১জন,ডিভিশনপ্রাপ্ত ১জন,জেএমবি ১৫জন, বিদেশী সাজাপ্রাপ্ত (ভারত) পুরুষ ৩জন,বিদেশী বিচারাধীন (ভারত) পুরুষ ৭জন,বিদেশী আরপি (ভারত) পুরুষ ১৫,অপরাধী পাগল পুরুষ ৪জন,মানসিক হাজতি পুরুষ ১৯জন ,মায়ের সাথে শিশু ১জন পুরুষ ১জন মহিলা,যুদ্ধাপরাধী পুরুষ ২জন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here