যশোর কোতয়ালি পুলিশের হাতে মদসহ গ্রেফতার দুই যুবকের কাছ থেকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার খবর ফাঁস

0
720

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানা পুলিশ বিদেশী মদসহ দু’জনকে গ্রেফতার পূর্বক ৬০ হাজার টাকা উৎকোচ গ্রহন পূর্বক একজনকে থানা থেকে মুক্তি ও একজনকে পুলিশ আইনের ৩৪ কার্য্যবিধি আইনে আদালতে চালান দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজন আরেকজনকে দুষছে।
নির্ভরযোগ্য ও স্থানীয় সূত্রগুলো বলেছে,শুক্রবার ৩১ আগষ্ট সন্ধ্যারাতে যশোর উপশহর ই ব্লকের মৃত কাবিল উদ্দিনের ছেলে রনি ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে তরিকুল ইসলাম রয়েল যশোর শহর থেকে বিদেশী মদ ক্রয় করে রিকশা যোগে বাড়ি ফিরছিল। সন্ধ্যারাত পৌনে ৮ টায় উপশহর খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে কোতয়ালি মডেল থানায় কর্মরত এএসআই ওয়াসিম আকরামসহ দু’জন পুলিশ কর্মকর্তা হঠাৎ রিকশার যাত্রী দেখে সন্দেহ হলে রিকশা থামার জন্য সংকেত দেয়। রিকশায় থাকা যাত্রী তরিকুল ইসলাম রয়েল রিকশা থেকে লাফিয়ে পড়ে দৌড়ে পালাবার চেষ্টা করে। পুলিশ দৌড়ে রয়েলকে ধরে ফেলে। রিকশায় থাকা রনিকে ধরে তার দখল হতে এক বোতল বিদেশী মদ জব্দ করে। রনি ও রয়েলকে মোটর সাইকেলে তুলে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাবার পর রনি’র কাছে জিজ্ঞাসাবাদে জানায় সে আগামী ২ সেপ্টেম্বর রোববার সৌদি আরবে যাবার ফ্লাইট রয়েছে। এই কথা শুনে পুলিশ কর্তা রনি’র কাছে ২লাখ টাকা দাবি করে। পুলিশ কর্তার চাহিদার এক পর্যায় রনি ৫০ হাজার টাকা দিতে রাজী হয়। এর পর রনিকে ঘটনার রাত ১০ টায় দর কষাকষির এক পর্যায় থানা থেকে মুক্তি দেওয়া হয়। এ সময় থানা হাজতে রয়েল থাকায় রয়েলের আত্মীয়স্বজনেরা তাকে ছাড়ানোর জন্য উক্ত এএসআইয়ের কাছে গেলে তাকে মুক্তি করতে ১লাখ টাকা দাবি করে। এক পর্যায় ২০ হাজার টাকায় চুক্তি হয়। তবে রয়েলকে ২০ হাজার টাকার বিনিময়ে না থেকে পুলিশ আইনে ৩৪ কার্য বিধিতে চালান দেয়। যেখানে মাদকের বিরুদ্ধে সরকার ও পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষ সোচ্চার সেখানে কোতয়ালি মডেল থানায় কর্মরত এএসআই ওয়াসিম আকরামসহ একদল পুলিশ কর্মকর্তা মাদকসহ আটক ব্যক্তিকে থানা থেকে মোটা অংকের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া মাদকের পক্ষে অবস্থান নেওয়ার সামিল বলে মনে করেন অনেকে। এ ব্যাপারে সাংবাদিকরা ওয়াসিম আকরাম এর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন,অফিসার ইনচার্জ ছেড়ে দিতে বলেছে। তিনি আবার কখনও বলেছে তিনি নন থানার এসআই কামাল হোসেন তাদেরকে গ্রেফতার পূর্বক ছেড়ে দিয়েছে। এভাবে একজন আরেকজনকে দুষছেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here