যশোর কোতয়ালি মডেল থানার এসআই সোবহান শরীফ পুলিশ লাইনে ক্লোজড

0
618

বিশেষ প্রতিনিধি : যশোর কোতয়ালি মডেল থানায় কর্মরত এসআই সোবহান শরীফকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তাকে কর্তব্যে অবহেলার কারনে প্রশাসিক কারনে গত বৃহস্পতিবার পুলিশ সুপার অফিস থেকে এ আদেশ দেওয়া হয়েছে। এসআই সোবহান শরীফ স্বাক্ষী দিয়ে ঢাকা থেকে কোতয়ালি মডেল থানায় আসার পর পুলিশ লাইনে ক্লোজডের আদেশ পান। উল্লেখ্য,কোতয়ালি মডেল থানা হাজত থেকে মাদক মামলার আসামী মোঃ অলি আহম্মদ (৪৬) গত ২৮ মে পালিয়ে যায়। সে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা গ্রামের তোতাম্বর আহম্মদ হাওলাদারের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় কর্মরত ডিউটি অফিসার খবির হোসেন ও কর্তব্যরত কনস্টেবল তারিফুজ্জামান ও তরিকুল ইসলামকে ক্লোজড করা হয়। এ ঘটনায় এসআই খবির হোসেন বাদি হয়ে পলাতক আসামী অলি আহম্মদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সূত্রগুলো জানান, ২৮ মে সকাল ৮ টা ২০ মিনিটে কোতয়ালি মডেল থানায় কর্মরত ডিউটি অফিসার খবির হোসেন ও সেন্ট্রি পাহারায় থাকা দুই কনস্টেবল তারিফুজ্জামান ও তরিকুল ইসলামের চোখ ফাঁকি দিয়ে মাদক মামলার আসামী অলি আহম্মদ পালিয়ে যায়। অলি আহম্মদকে সোমবার বিকেল ৫ টার পর কোতয়ালি মডেল থানার এএসআই মিরাজ ইসলাম শহরের রেলরোড নীদ মহল আবাসিক হোটেলের সামনে থেকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ২৫পিস ইয়াবা উদ্ধার করে। পরে অলি আহম্মদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়। সোমবার বিকেল থেকে অলি আহম্মদ কোতয়ালি মডেল থানা হাজতে থাকা অবস্থায় মঙ্গলবার সকালে পাহারারত কনস্টেবল তারিফুজ্জামান থানা হাজতের গ্রীলের বারান্দায় থাকা অলি আহম্মদকে দেখেও থানা হাজতের দরজা খুলে অন্য আসামীকে খাবার দিচ্ছিল। এই সুযোগে অলি আহম্মদ সুযোগ বুঝে বারান্দার গ্রীলের মধ্যে থেকে দরজা দিয়ে বের হয়ে সটকে পড়ে। পালিয়ে যাওয়ার পর থানা হাজতে থাকা অন্যান্য আসামীরা বিষয়টি পাহারারত পুলিশ কনস্টেবলকে বিষয়টি জানান। পরে উিউটি অফিসার খবির হোসেন জেনে থানা হাজতে আসামী গণনা করে মাদক মামলা আসামী অলি আহম্মদকে পান না। বিষয়টি থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল বাশার মিয়াকে জানান। তবে সকালে ডিউটি থাকা ডিউটি অফিসার খবির হোসেন সকালে ডিউটি আসলেও রাতে ডিউটিরত এসআই সোবহান শরীফ দিনের ডিউটি অফিসারকে দায়িত্ব বুঝে না দেওয়ায় এসআই সোবহান শরীফ এই দায় এড়াতে পারেন না তাই তাকেও ক্লোজড করা হয়। এছাড়া,গত ২৭ দিনেও পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া অলি আহমেদকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here