যশোর কোতয়ালি মডেল থানার কথিত তিনটি টিম অপ্রতিরোধ্য !

0
822

গত ২৭ দিনে ধর পাকড় বাণিজ্য করে দুই কোটি টাকা অবৈধ উপার্জন

এম আর রকি যশোর থেকে : কোতয়ালি মডেল থানায় কথিত সিভিল টিমের সদস্যরা অপরাধীদের বিরুদ্ধে অভিযানের নামে সাধারণ ও নিরীহ ব্যক্তিদের গ্রেফতার করে আটক বাণিজ্যে নেমে পড়েছে। চলতি মাসের গত ২৭ দিনে ধর পাকড় বাণিজ্য করে কমপক্ষে প্রায় দুই কোটি টাকা বাণিজ্য করেছে বলে সূত্রগুলো দাবি করেছে। পত্র পত্রিকায় কোতয়ালি মডেল থানায় সিভিল টিমের কর্মকর্তাদের বিরুদ্ধে যশোর খুলনা ও ফাকা পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর সিভিল টিমের কর্মকর্তা ও সদস্যরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিদিন তারা তাদের ব্যবহৃত হলুদ রংয়ের মিনি পিকআপ, নীল রংয়ের ( চট্টো মেট্টো গ-১১-২৩০২) নাম্বারের প্রাইভেট,সাদা রংয়ের ( ঢাকা মেট্টো চ- ১১-১৫২৯) নাম্বারের মাইক্রেবাস ও বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগে অপরাধীদের দখলকৃত মোটর সাইকেল যোগে শহর ও শহরতলীতে চষে বেরিয়ে কয়েক ডজ্জণ ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে আসে। সূত্রগুলো বলেছে,কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের চোখকে ফাঁকি দিতে সিভিল টিমের কর্মকর্তা ও সদস্যরা থানার পিছনের পাশে এএসআইদের জন্য নির্মিত কক্ষে ঢোকান। সেখানে চলে গ্রেফতারকৃত আসামীদের রেখে মারপিটসহ নানা ঘটনা। তখন আসামীদের মোবাইল ফোনের মাধ্যমে কোতয়ালি মডেল থানায় আসতে বলা হয়। কোতয়ালি মডেল থানায় আটককৃত আসামীদের আত্মীয়স্বজনেরা আসার পর বলা হয় ইয়াবা,মদ,গাঁজা সেবন অনেক সময় বিক্রেতা বলে প্রথম পর্যায় চালিয়ে দেয়। পরে আটককৃত ব্যক্তি ও তার আত্মীয়স্বজনদে কাছে বলা হয় মোটা অংকের উৎকোচ ছাড়া তাকে ছাড়া সম্ভব হবে না। এ ভাবে কোতয়ালি মডেল থানার তিনটি সিভিল টিমের কর্মকর্তা ও সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। সূত্রগুলো বলেছে,কোতয়ালি মডেল থানায় সিভিল টিমের সদস্যরা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে ফাঁকি দিয়ে অনেক সময় আটককৃত ব্যক্তিকে নিয়ে এএসআইদের জন্য নির্মিত ঘরের মধ্যে তোলে। সেখানে হকিষ্টিক ও লাঠি দিয়ে শুরু হয় নির্যাতন । আটককৃত ব্যক্তির মোবাইল ফোন দিয়ে তার আত্মীয়স্বজনের কাছে ফোন দেওয়া হয়। পরে বলা হয় এ যাত্রা বাঁচতে হলে মোটা অংকের উৎকোচ ছাড়া বিকল্প নেই। এর পর সিভিল টিমের কর্মকর্তা ও সদস্যরা সশ্লিষ্ট ব্যক্তিদের কাছে মোবাইল,টাকা পয়সাসহ বিভিন্ন মূল্যবান মালামাল ছিনিয়ে নিজের হেফাজতে রাখেন। পরে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সুরাহা করে । সিভিল টিমের কর্মকর্তাদের খুশী না করে কাহারও পক্ষে কোতয়ালি মডেল থানার হাজত খানা থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। কোতয়ালি মডেল থানায় কর্মরত কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, সাংবাদিকগন অনুসরণ করলে দেখা মেলে প্রতিদিন ২৪ ঘন্টায় কি পরিমান ব্যক্তিদের গ্রেফতার করেছে। থানায় খোঁজ নিয়ে জানাগেছে,কোতয়ালি মডেল থানায় সিভিল টিমের মধ্যে শীর্ষে অবস্থান করছেন,মোবাইল- ১৮ এসআই এইচএম মাহমুদ,আমিনুর ইসলাম, মোল্লা শফিকুজ্জামান,এর পর মোবাইল -১৬ এর দায়িত্ব পালন করছেন,এসআই হাসানুর রহমান, এএসআই এসএম ইসমাইল (সম্প্রতি ঝিাইদহ জেলায় বদলী) ও এএসআই আফজাল হোসেন ও মোবাইল-১৫ এসআই সুজিত কুমার মৃধা,এএসআই মমিনুল সিদ্দিক,এএসআই লিটন সরদারসহ একদল পুলিশ। নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে, চলতি মাসে গত ২৭ দিনে থানার মোবাইল -১৬ এসআই হাসানুর রহমানসহ তার টিম নুন্যতম ৬০লাখ, মোবাইল-১৮ এসআই এইচএম মাহমুদ ৭০ লাখ ও মোবাইল -১৫ এস আই সুজিত কুমার মৃধা ৫৫ লাখ টাকা ধর পাকড় বাণিজ্য করেছে। সম্প্রতি পত্র পত্রিকায় সিভিল টিমের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ার পর তারা উচ্চস্বরে বলেন উপরে তাদের মাসে মোটা অংকের অর্থ দিতে হয়। যতই লেখালেখি হোক না কেন তাদের কিছুই হবে না। এব্যাপারে যশোরে সাংবাদিকরা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ও পুলিশের কর্ততাদের কাছে সিভিল টিমের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তারা এড়িয়ে যান। তাই যশোরের সব পেশার মানুষ যশোরের পুলিশ সুপার মঈনুল হকসহ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here