যশোর কোতয়ালি মডেল থানায় অফিসার ইনচার্জ বদলী করায় রেঞ্জের মধ্যে নানা গুঞ্জন !

0
359

এম আর রকি : যশোর জেলা শীর্ষ থানা কোতয়ালি মডেল থানায় অফিসার ইনচার্জ পদটি ২৫ জুন মঙ্গলবার থেকে শুন্য হয়ে পড়েছে। এই পদটি পূরনে জেলা পুলিশসহ রেঞ্জের পুলিশের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। খুলনা রেঞ্জের চৌকস পুলিশ পরিদর্শক অপূর্ব হাসানকে বদলীসহ স্ট্যান্ড রিলিজ করায় গোটা রেঞ্জের পুলিশের মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন।
পুলিশের নির্ভরযোগ্য সূত্রগুলো বলেছেন,গত রোববার ২৩ জুন এক ফ্যাক্স বার্তায় যশোর কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ চৌকস পুলিশ পরিদর্শক অপূর্ব হাসানকে শিল্প পুলিশের ইউনিটে বদলীর আদেশসহ স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়। উক্ত আদেশ পেয়ে চৌকস পুলিশ কর্মকর্তা অপূর্ব হাসান ছুটে যান তার কর্মস্থলে। সেখান থেকে ২৫ জুন মঙ্গলবার সকালে যশোর ফিরে এসে পুলিশ পরিদর্শক তদন্ত সমীর কুমার সরকারকে অফিসার ইনচার্জের দায়িত্ব বুঝে দেন। দায়িত্ব বুঝে দেওয়ার পর রাতে অফিসার ইনচার্জ অপূর্ব হাসানের বিদায়ী অনুষ্ঠান কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের কক্ষে অনুষ্ঠিত হয়। সূত্রগুলো বলেছেন,যশোর জেলার শীর্ষ থানা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ চৌকস কর্মকর্তা অপূর্ব হাসানকে শিল্প পুলিশের ইউনিটের বদলীর পাশাপাশি স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়ার খবর রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের মধ্যে ছড়িয়ে পড়লে সকলে হতবাক হয়ে পড়েন। পাশাপাশি এই শুন্য পদে কে হচ্ছেন কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ এমন প্রশ্ন ওঠেন গোটা যশোর জেলা পুলিশের মধ্যে। সূত্রগুলো বলেছে,আইনশৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ করে নাজুক পরিস্থিতিসহ অভিযোগের প্রেক্ষিতে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে বদলী করা হয়েছে। যশোর শহর ও সদর উপজেলার এলাকায় কয়েকদিনের ব্যবধানে তিন যুবক খুন বোমাবাজিসহ নানা অপরাধ মূলক কর্মকান্ড ঘটনা ঘটে। এছাড়া,কোতয়ালি মডেল থানায় কর্মরত পুলিশের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নানা অপরাধ মূলক কর্মকান্ড অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জকে বদলীসহ স্ট্যান্ড রিলিজ করায় কর্মরতদের মধ্যে আতংক দেখা দিয়েছে। সূত্রগুলো আরো বলেছে,আগামী কয়েকদিনের মধ্যে কোতয়ালি মডেল থানা থেকে বেশ কয়েকজন পুলিশ কর্তাদের বদলী করার সম্ভবনা রয়েছে। সূত্রগুলো আরো বলেছে,অফিসার ইনচার্জ শুন্য পদে পুলিশ পরিদর্শক মাহাবুব আলমকে দায়িত্ব দেওয়া হতে পারে। তিনি খুলনা রেঞ্জ অফিসে অবস্থান করছেন। পুলিশের মধ্যে ঘুষ দূর্নীতি বন্ধসহ নতুন পদক্ষেপ গ্রহন হিসেবে মাহাবুব আলমকে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের দায়িত্ব দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here