যশোর কোতয়ালি মডেল থানায় ঈদ উপলক্ষ্যে আটক বানিজ্য সকল রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে

0
509

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানায় কর্মরত কতিপয় এসআই ও এএসআই ঈদ উপলক্ষ্যে আটক বাণিজ্যে নেমে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রতিদিন মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযানের নামে ২০ থেকে ২৫জনকে গ্রেফতার করে থানা হাজতে রেখে মোটা দর কষাকষির এক পর্যায় তা মুক্তি দিচ্ছে। ঈদ উপলক্ষ্যে আটক বানিজ্য সকল রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। সম্প্রতি কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা ছুটিতে থাকার সুযোগে অবাধে আটক বাণিজ্য এখন রমরমা ভাবে চলছে। আর এই কাজটি করছে কোতয়ালি মডেল থানায় কর্মরত অতি অর্থলোভী এসআই ও এএসআই গন। তারা নিজের পকেট ভারী করতে এই পথ বেছে নিয়েছেন। ইতিমধ্যে মাদক ব্যবসার সাথে জড়িত নয় কিংবা মাদক সেবন করেনা এমন ব্যক্তিদের ধরে থানা হাজতে রেখে দর কষাকষি করে টাকা পেলে অবাধে মুক্তি আবার মাদকের সাথে জড়িত থাকলে ১৫১ ও ৩৪ পুলিশ আইনে আদালতে চালান দেন। নাম প্রকাশ না করার শর্তে কোতয়ালি মডেল থানায় কর্মরত পুলিশ সদস্য জানিয়েছেন,অত্র থানায় কর্মরত এএসআই আসাদুল ইসলাম খান গত বৃহস্পতিবার যশোর সদর উপজেলার পাকদিয়া গ্রামের রফিকুল ইসলাম ওরফে লিটনের ছেলে জীবনকে মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে থানা হাজতে রেখে দেয়। থানার মূল হাজত রেজিষ্ট্রারে নাম লিপিবদ্ধ না করে থানার সৃষ্ট অলিখিত গোপন রেজিষ্ট্রারে নাম লিপিবদ্ধ করেন। পরে উক্ত জীবনের পরিবারের সাথে দেন দরবারের এক পর্যায় মোটা অংকের উৎকোচের বিনিময়ে ছেড়ে দেন। সূত্রগুলো বলেছেন, উক্ত এএসআই আসাদুল ইসলাম খান কোতয়ালি মডেল থানায় যোগদানের পর অতি কৌশলে আটক বানিজ্য কারবার চালিয়ে যাচ্ছে। আসাদুল ইসলাম খানের সাথে সব সময় দু’জন এএসআই ছাড়া, কর্মরত এএসআই সৈয়দ নাজমুল হুদা, মোহাম্মদ মিরাজুল ইসলাম, মিজানুর রহমান,সেলিম হোসেন,তহিদুল ইসলাম,সোহেল রানা আল মিরাজ খানসহ ৩০জন ঈদ উপলক্ষ্যে আটক বানিজ্যে নেমে পড়েছেন। থানার সূত্রগুলো আরো জানিয়েছেন,কোতয়ালি মডেল থানায় প্রতিদিন সন্ধ্যারপর থেকে গভীর রাত পর্যন্ত চলে আটক বানিজ্যের কারবার। ঈদের কেনাকাটার মতো আটক মুক্তি বানিজ্য দেখে সকলে হতবাক হয়ে পড়েন। আটক বানিজ্য বন্ধের জন্য পুলিশের আইজিপিসহ স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন যশোরে বিভিন্ন পেশার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here