যশোর কোতয়ালি মডেল থানা ডিবি ও মাদকদ্রব্য বিভাগের হাতে মাদক উদ্ধার ॥ গ্রেফতার-৩

0
359

বিশেষ প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক র্সাকেল,কোতয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা উদ্ধার দেখিয়েছে। এ সময় ৩ জনকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করেছে। এরা হচ্ছে,নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা দক্ষিণ পাড়া বর্তমানে শহরের কাজীপাড়া মানিকতলা মর্তুজার বাড়ির ভাড়াটিয়া আজাদ শেখের ছেলে সাজ্জাত মেখ,সদর উপজেলার বানিয়ার গাতী গ্রামের মৃত আক্কেল গাজীর ছেলে নজরুল ইসলাম ও উপশহর ট্রাক টার্মিনালের উত্তর পাশে ১২ নং সেক্টরের মৃত আব্দুল হাকিম মোল্লার ছেলে পান্নু মোল্লা।কোতয়ালি মডেল থানা পুলিশ শুক্রবার ৯ মার্চ সকাল সাড়ে ৯ টায় শহরের পুরাতন কসবা মানিক তলা তিন রাস্তার মোড় থেকে সাজ্জাত শেখকে ১০ পিস ইয়াবা,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় যশোর খুলনা মহাসড়কের রামনগর নিটল টাটা অফিসের বিপরীত পাশ থেকে নজরুল ইসলামকে ২৫০ গ্রাম গাঁজা,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা বৃহস্পাতিবার বেলা ১১ টায় উপশহর ১২ নং সেক্টর পান্নুর বাড়ি হতে তাকে গ্রেফতার করে। পরে তার বাড়ি হতে ২০পিস ইয়াবা উদ্ধার করে। মাদকদ্রব্য বিভাগের উক্ত টিম বেলা সাড়ে ১১ টায় পাশ্ববর্তী মৃত আব্দুল আজিজের ছেলে ফরিদ হাসানের বাড়ি অভিযান চালিয়ে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। ফরিদ হোসেন পালিয়ে যায়। এ ব্যাপারে মাদক আইনে চারটি মামলা রুজু করা হয়েছে কোতয়ালি মডেল থানায়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here