যশোর চাঁচড়া চেকপোষ্ট এলাকা থেকে স্কুল পড়–য়া শিক্ষার্থী অপহরণের অভিযোগে মামলা

0
220

বিশেষ প্রতিনিধি : সন্ধ্যারাতে শহরের চাঁচড়া চেকপোষ্ট পশ্চিম পাড়া থেকে স্কুল পড়–য়া শিক্ষার্থী কানিজ ফাতিমা (১৫ ) কে অপহরণের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। অপহৃতা কিশোরীর পিতা জাকির হোসেন বাদি হয়ে শনিবার ৬ জুন রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ অপহৃতা কিশোরীকে উদ্ধার পূর্বক রোববার ৭ জুন আদালতে সোপর্দ করে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।
সদর উপজেলার চাঁচড়া চেকপোষ্ট পশ্চিম পাড়ার মৃত ছাত্তার আলী মোড়লের ছেলে জাকির হোসেন বাদি হয়ে শনিবার রাতে কোতয়ালি মডেল থানায় একই এলাকার জাহাঙ্গীরের ছেলে ফিরোজের বিরুদ্ধে এজাহার দিয়েছেন। তিনি এজাহারে বলেছেন,তার মেয়ে কানিজ ফাতেমা পুলের হাট হাই স্কুলে অষ্টম শ্রেনীতে লেখাপড়া করে। স্কুলে আসা যাওয়ার প্রাক্কালে উক্ত ফিরোজ উত্যক্তসহ বিয়ের প্রস্তাব দেয়। ফিরোজের প্রস্তাব কানিজ ফাতেমা প্রত্যাখান করলে বিভিন্ন ভাবে ফুসলাতে শুরু করে। গত ৩ জুন সন্ধ্যা সাড়ে ৬ টায় কানিজ ফাতেমা বাড়ির পাশে দোকানে গেলে ওৎপেতে থাকা ফিরোজসহ অজ্ঞাতনামা ২/৩জন মোটর সাইকেল যোগে কানিজ ফাতেমাকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের সময় কানিজ ফাতেমার মাতা তাছলিমা বেগম রক্ষা করতে গেলে তাকে হুমকী দিয়ে দ্রুত চলে যায়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হলে পুলিশ কানিজ ফাতেমাকে উদ্ধার করে। রোববার তাকে যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আকরাম হোসেনের আদালতে হাজির করলে কানিজ ফাতেমা ২২ ধারায় জবানবন্দি প্রদান করেন।#