যশোর জেনারেল হাসপাতাল ছাড়লো ভারত ফেরত প্রাতিষ্ঠানিক করেন্টাইনে থাকা ৪৫জন

0
406

বিশেষ প্রতিনিধি : সম্প্রতি ভারত থেকে আগত যে সকল রোগী ও তার সহযোগী দেরকে প্রাতিষ্ঠানিক করেন্টাইনে যশোর জেনারেল হাসপাতালে রাখা হয়ে ছিলো তাদের মধ্য ৬জন ব্যাতিত সকল রোগী ও তার সহযোগীদেরকে শনিবার ১১ এপ্রিল বিকালে নিজস্ব জেলায় নিজ দায়িত্বে প্রাথিষ্ঠানিক করেন্টাইনে পাঠানো হয়েছে । ওই সকল জেলায় যশোর জেনারেল হাসপাতাল কর্র্তৃ পক্ষ চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। রোগী দেরকে ছাড় পত্রের মাধ্যমে রেফার করা হয় ও সহরোগী দেরকে এমনি ছেড়ে দেওয়া হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহম্মেদ জানান,ভারত ফেরত রোগী ও রোগীর সহযোগী সহ মোট ৫১ জন এবং প্রাথিষ্ঠানিক আইসোলেসনে হাজতি আসামীসহ ৮জনের চিকিৎসা চলছিলো।এদের ভিতর ৪৫ জনকে নিজ জেলায় প্রাতিষ্ঠানিক করেন্টাইনে থাকার জন্য নিজ দায়িত্বে ছেড়ে দেওয়া হয়েছে। এবং তাদের প্রত্যেকের ঠিকান অনুযায়ি প্রতিজেলার জেলা প্রশাসনকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যেনো তাদের নিজ জেলায় তারা প্রাথিষ্ঠানিক করেন্টাইনে থাকতে পারে। হাজতী আসামী আইসোলেসানে চিকিৎসা নিচ্ছে যশোর কেন্দ্রিয় কারাগারের জেলার নিশ্চিত করেছেন।