যশোর জেলায় কর্মরত পুলিশের মধ্যে এখন বদলী আতংক বিরাজ করছে

0
459

এম আর রকি : যশোর জেলা পুলিশের মধ্যে বদলী আতংক বিরাজ করছে। চলতি মাসে জেলা পুলিশে বড় ধরনের বদলী হচ্ছে বলে বিভিন্ন সূত্রগুলো জানিয়েছেন। যেসব পুলিশ কর্মকর্তা ও সদস্য একই জেলায় র্দীঘদিন চাকুরী করছেন তাদেরকে টার্গেট নিয়ে বদলীর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে যশোর জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক ও এসআই ,এএসআই এবং কনস্টেবল বদলী হয়েছে।
পুলিশের নির্ভরযোগ্য সূত্রগুলো জানান,খুলনা রেঞ্জে ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন যোগদানের পর গোটা রেঞ্জে পুলিশের মধ্যে থাকা দূর্নীতি মুক্ত করতে দফায় দফায় রেঞ্জের থানা গুলির অফিসার ইনচার্জদের নিয়ে বৈঠক করেছেন। তিনি রেঞ্জের ৬৩টি থানার অফিসার ইনচার্জদের জানিয়ে দিয়েছেন সাধারণ মানুষ কোন ভাবে হয়রানীর শিকার না হয়। পুলিশের কার্যক্রম জনগনের কাছে সুনাম অর্জনের পাশাপাশি অপরাধীদের কঠোর হাতে দমন করতে হবে। মাদক,চোরাচালানী ও সন্ত্রাসীদের দমনে পুলিশের ভূমিকা থাকবে অগ্রনী। সেক্ষেত্রে সাধারণ মানুষ পুলিশের কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করবে। তাছাড়া,তিনি রেঞ্জে পুলিশের মধ্যে র্দীঘদিন থাকা দূর্নীতির শেকড় উপড়ে ফেলতে প্রথম পর্যায় চিহ্নিত করেছেন যে সব পুলিশ কর্মকর্তা একই জেলায় র্দীঘদিন যাবত চাকুরী করছেন। ইতিমধ্যে তিনি যারা একই জেলায় র্দীঘদিন চাকুরী করছেন তাদের একটি তালিকা করেছেন। যারা একই জেলায় দুই বছরের অধিক অর্থাৎ যারা ৩ থেকে ৮ বছরের অধিক একই জেলায় বিভিন্ন সময় চাকুরী করার সুযোগ নিয়ে নানা অপরাধের সাথে জড়িয়ে ফেলার কথা চিন্তা করে তাদেরকে বদলী করার সিদ্ধান্ত নিয়েছেন।সূত্রগুলো জানিয়েছেন,যশোর জেলায় এমনও পুলিশ পরিদর্শক,এসআই,এএসআই ও কনস্টেবল রয়েছেন,এখানে এক টানা নূন্যতম ৪ বছর ও অধিক ৯ বছর পর্যন্ত চাকুরী করেছেন। পর্যায়ক্রমে যারা বেশী দিন রয়েছেন তাদেরকে প্রথম যশোর জেলা থেকে অন্য জেলায় বদলীর তালিকায় রেখেছেন। বাকী যারা একটু কম রয়েছেন তাদেরকে পর্যায়ক্রমে বদলী করা হবে। যশোর জেলায় বদলীর তালিকায় রয়েছেন কমপক্ষে ৫ থেকে ৬শ’ পুলিশ কর্মকর্তা ও সদস্য। পুলিশ সূত্রে আরো জানাগেছে,ইতিমধ্যে কোতয়ালি মডেল থানা থেকে এসআই আমিনুর রহমান,এসআই জাহিদুর রহমান,খবির হোসেন ,জেলা গোয়েন্দ শাখা ডিবি থেকে এসআই মোল্লা আবুল খায়েরসহ এএসআই ও কনস্টেবলদের বদলী করা হয়। সূত্রগুলো আরো জানিয়েছেন,মাদক,চোরাচালানীসহ নানা অপরাধ মূলক কর্মকান্ডর সাথে র্দীঘদিন একই স্থানে চাকুরী করার সুবাদে পুলিশের পরোক্ষ সম্পৃক্ততা না থাকলেও এদেরকে বদলী করা হলে দূর্ণীতি অনেকটা কমে যাবার পাশ্পাাশি পুলিশের ভাবমূর্তি উজ্জল হবে বলে সূত্রগুলো জানিয়েছেন। তাই এ মাসে যশোর জেলায় কর্মরত কয়েকশ পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বদলীর আদেশ আসার সম্ভবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here