যশোর জেলায় ডিসেম্বর মাসে শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তাদের পুরুস্কার দিলেন পুলিশ সুপার

0
789

বিশেষ প্রতিনিধি : যশোরের পুলিশ সুপার ডিসেম্বর মাসে জেলায় দায়িত্ব পালনের জন্য শ্রেষ্ঠ চৌকস সার্কেল কর্মকর্তা, অফিসার ইনচার্জ, এসআই,এএসআই ঘোষনা করেছেন। এ সময় ওয়ারেন্ট তামিল, মামলার তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও মামলা তদন্ত কার্যক্রম উদঘাটনের জন্য কর্মকর্তাদেরকে পুরুস্কৃত করেছেন। বুধবার সকালে যশোর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ মূলক সভায় পুলিশ সুপার মঈনুল হক সভাপতিত্বে অনুষ্ঠানের মাধ্যমে এই পুরুস্কার ঘোষনা করেন।
পুলিশ সুপারের ঘোষনা অনুযায়ী জেলার নাভারণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের চৌকস কর্মকর্তা,অফিসার ইনচার্জদের মধ্যে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম,এসআই শরীফ হাবিবুর রহমান,একই থানার এএসআই রিপন দাস থানার শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তা,পুলিশ ক্যাম্প ও তদন্ত কেন্দ্রের মধ্যে শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তা যশোর কোতয়ালি মডেল থানার অর্ন্তগত সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শ্রী সুকুমার কুন্ডু, সদর পুলিশ ফাঁড়ীর এটিএসআই ভোলানাথ দাস,জেলা গোয়েন্দা শাখার শ্রেষ্ঠ কর্মকর্তা এসআই মোশারফ হোসেন, ট্রাফিক পুলিশের শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তা টিএসআই আবিদ হোসেন,শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল ও নিষ্পত্তিকারী অফিসার কোতয়ালি মডেল থানার এসআই আমিনুর রহমান,এএসআই শিকদার জসীম উদ্দিন, জেলা বিশেষ শাখার শ্রেষ্ঠ ডিআইও এসআই জসিম উদ্দিন,মামলার রহস্য উদঘাটন ও অন্যান্য ক্ষেত্রে শ্রেষ্ঠ অফিসার অভয়নগর থানার এসআই হারুনর রশীদ, শার্শা থানার এসআই সাহাবুল আলম, কোতয়ালি মডেল থানার এসআই সোবহান শরীফ, জেলা গোয়েন্দা শাখার এসআই মফিজুল ইসলাম ও ডিসেম্বর মাসে শ্রেষ্ঠ চৌকিদার ও দফাদার হিসেবে পুরুস্কৃত লাভ করেন,যশোরে মণিরামপুর থানার ৪ নং ঢাকুরিয়া ইউনিয়নের চৌদিকার মতিয়ার রহমান। অনুষ্ঠানে জেলার পুলিশের কর্মকর্তা ও ৯ থানার অফিসার ইনচার্জসহ অনেকে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here