যশোর জেলা অটো টেম্পু অটো রিকসা অটো থ্রি হুইলার চালক শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

0
435

বিশেষ প্রতিনিধি : যশোর জেলা অটো টেম্পু অটো রিকসা অটো থ্রী হুইলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে শিমুল সর্দার, সাধারণ সম্পাদক পদে ইউসুফ সিকদার, সাংগঠনিক সম্পাদক পদে আব্দার রহমান নির্বাচিত হয়েছেন। শুক্রবার নির্বাচন শেষে নির্বাচন কমিশন মাহাবুব আলম মজনু এ ফলাফল ঘোষণা করেন।
যশোর জেলা অটো টেম্পু অটো রিকসা অটো থ্রী হুইলার চালক শ্রমিক ইউনিয়ন (রেজিষ্ট্রেশন ১৫১৮) ত্রিবার্ষিক নির্বাচন শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে মুসলিম একাডেমি স্কুলে শুরু হয়। দুপুর ৩টা ২০ মিনিটে শেষ হয়।
ভোট গ্রহন শেষে নির্বাচন কমিশন মাহাবুবুর রহমান মজনু ফলাফল ঘোষণা করে বলেন, মোট ৯টি পদের মধ্যে ৭টি পদে ভোট গ্রহন হয়েছে। ৩শ ৪৬জন ভোটারের মধ্যে ৩০১জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করেছেন। সভাপতি পদে ১শ ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিমুল সর্দার (প্রতীক বাস), তার নিকটতম প্রতিদ্বন্ধি আরিফুল ইসলাম ফিরোজ (প্রতীক গোলাপফুল) পেয়েছেন ১৩১ ভোট।
সহ-সভাপতি পদে মেহেদি হাসান ২শ ১৭ ভোট পেয়ে (প্রতীক বটগাছ) নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধি টুটুল হোসেন পেয়েছেন ৫৩ ভোট (প্রতীক-খেজুর গাছ)। ২শ ২২ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আবুল কালাম আজাদ (প্রতীক-বালতি), নিকটতম প্রতিদ্বন্ধি জাহাঙ্গীর কবির লাবু (প্রতীক-ঘড়ি) পেয়েছেন ৩৯ ভোট। কোষাধ্যক্ষ পদে ২শ ৬ ভোট পেয়ে জাকির হোসেন জাহিদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আলম হোসেন (প্রতীক-তালাচাবি) পেয়েছেন ৫৬ ভোট। জাকির আলী ১শ ৩৪ ভোট পেয়ে প্রচার সম্পাদক পদে (প্রতীক-মাইক) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি হাসান আরিফ টেলিভিশণ প্রতীক) পেয়েছেন ১শ ২৬ ভোট। লাইন সম্পাদক পদে বিজয়ী মবজেল হোসেন (প্রতীক-এরোপ্লেন) পেয়েছেন ১শ ৪৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধি নজরুল সিকদার (প্রতীক-ট্রাক) পেয়েছেন ১শ ২৪ ভোট। ক্রীড়া সম্পাদক পদে মামুন হোসেন ১শ ৯০ ভোট (প্রতীক-গিটার) পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্ধি নুর ইসলাম (প্রতীক-ব্যাট) পেয়েছেন ৬৮টি ভোট।
সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্ধি না থাকায় সাধারণ সম্পাদক পদে ইউসুফ সিকদার, সাংগঠনিক সম্পাদক পদে আব্দার রহমান বিজয়ী ঘোষণা করা হয়েছে। অবাদ, শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here