যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চে পালন

0
414

নিজস্ব প্রতিবেদক : আজ ঐতিহাসিক ৭ মার্চ। হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের আজকের দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বাঙালির স্বাধীনতা সংগ্রামের দিকনির্দেশনামূলক ভাষণ দেন। যে ভাষণ বাংলাদেশের স্বাধীনতার মৌলিক দলিল। দিনটি উপলক্ষে যশোর জেলা আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু জানান, ঐতিহাসিক এই দিনটির স্মরণে আজ সারা দিন যশোরে কর্মসূচি রয়েছে তাদের। বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া সারাদিন শহরের পালবাড়ি মোড়, চুয়াডাঙ্গা স্টান্ড, দড়াটানা, আরএন রোড, বকচর র‌্যাব অফিস মোড়, চার খাম্বা মোড়, রেল গেট, জিলা স্কুল মোড়, বেজপাড়াসহ বিভিন্ন স্থানে ভাষণটি বাজানো হবে। দলীয় কার্যালয়ের আলোচনা সভায় যথা সময়ে নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here