যশোর জেলা জজ আদালতের উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনি সেবার সাফল্য প্রচার ভূমিকা শির্ষক সেমিনার অনুষ্ঠিত

0
571

বিশেষ প্রতিনিধি : যশোর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সোমবার ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪ টায় উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনি সেবার সাফল্য প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা শির্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সেমিনারের শুরুতে উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইন সহায়তার সাফল্য তুলে ধরেন জেলা লিগ্যাল এইড অফিসার মোহাঃ আহ্সান হাবীব।
যশোর এর সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক টি এম মুসা,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিজ্ঞ বিচারক মাহমুদা খাতুন,বিজ্ঞ স্পেশাল জজ শেখ ফারুক হোসেন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ শাহাদত হোসেন। অন্যান্যদের মধ্যে সেমিনারে আলোচনা করেন,প্রেসক্লাব যশোরে সভাপতি জাহিদ হাসান টুকুন,গ্রামের কাগজের সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন,সিনিয়র তথ্য অফিসার এসএম আলমগীর কবীর প্রমুখ। জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) যশোরের মোহাঃ আহ্সান হাবীব বলেন,লিগ্যাল এইড কার্যক্রম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য বর্তমান সরকার কর্তৃক গৃহিত একটি অনন্য পদক্ষেপ। তিনি সরকারি আইনি সহায়তার বার্তা সাধারণ জনগনের দোরগড়ায় পৌছে দেবার জন্য সেমিনারে আমন্ত্রিত সাংবাদিকদের আহবান জানান। তিনি আরো বলেন, লিগ্যাল এইড কার্যক্রম বর্তমান সরকারের একটি জনবান্ধব উদ্যোগ। বিনামূল্যে আইনি সেবা প্রদানের মাধ্যমে বর্তমান সরকার দুঃস্থ অসহায় মানুষের ন্যায় বিচার নিশ্চিত করছে। যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির পদ্ধতির উপর গুরুত্বরোপ করে। তিনি বলেন, গত সেপ্টেম্বর পর্যন্ত যশোর জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৮ হাজার ৪শ’ ১৯টি মামলায় সরকারি আইনি সহায়তা প্রদান করা হয়েছে। উল্লেখিত মামলাগুলির মধ্য হতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে ৫ হাজার ৪শ’ ৭৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। বর্তমানে ৩ হাজার ১২টি মামলা বিচারাধীন রয়েছে। যশোর জেলায় লিগ্যাল এইড কার্যক্রম শুরু হবার পর হতে চলতি বছর পর্যন্ত সরকার ৬৯ লাখ ৬০ হাজার ১শ’ ৮০ টাকা দরিদ্র মানুষের আইনি সেবার জন্য ব্যয় করেছেন। সেমিনারে অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, বিজ্ঞ বিচারকগন,যশোরে কর্মরত বিভিন্ন মিডিয়ার,ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।তাছাড়া, উক্ত সেমিনারে উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনি সেবার সাফল্য চিত্র,ডুকুড্রামা ও লিগ্যাল এইড বিষয়ক সচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করা হয়। পুরো সেমিনার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী জজ আমাতুল মোর্শেদা শিখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here