যশোর জেলা জজ আদালতের পরিত্যক্ত ভবন থেকে কিশোরের লাশ উদ্ধার

0
660

নিজস্ব প্রতিবেদক : যশোরে রাকিব সর্দার (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে জেলা জজ আদালতের পরিত্যক্ত ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

রাকিব ওই ভবনে পালিত পিতা মাসুম শেখের সাথে বসবাস করতো। সে পাবনা জেলার সুজানগর উপজেলার বংকুলিয়া গ্রামের সাইন সাগরের ছেলে। আর তার পালিত পিতা মাসুম শেখের আদালত পাড়ায় চায়ের দোকান রয়েছে।

স্থানীয়রা জানান, আজ সোমবার ভোরে রাকিব সর্দারের লাশ পাচিলের পাশে পড়ে ছিল। সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

আতাহার নামে উপস্থিত এক ব্যক্তি জানান, রাকিব সর্দারের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মারপিটের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করেছেন তারা।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার ও পুরাতন কসবা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শিহাবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইন্সপেক্টর শিহাব রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাকিব সর্দারের লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই তার মৃত্যুর কারণ জানা যাবে।