যশোর জেস্ টাওয়ারের কম্পিউটার দোকান থেকে চোরাই ল্যাপটপ উদ্ধারের ঘটনায় কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসার গল্পে পরিণত

0
651

বিশেষ প্রতিনিধি : যশোর শহরের জেস্ টাওয়ারের ৬ষ্ঠ তলাস্থ এমএস কম্পিউটারের দোকান থেকে চোরাই ল্যাপটপ কম্পিউটার উদ্ধারের ঘটনায় দোকান মালিক পুলিশ প্রশাসনকে মোটা অংকের উৎকোচের বিনিময়ে ম্যানেজ করেছেন। যার ফলে চোরাই ল্যাপটপ উদ্ধারের ঘটনায় বাদির দায়ের করা এজাহার মামলা হিসেবে নথিভূক্ত হয়নি। পাশাপাশি এমএস কম্পিউটারের মালিক প্রকাশিত পত্রিকার খবরে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ঠাকুর ঘরে কে রে ? আমি কলা খায়না এমন নাটকের পরিস্থিতি তিনি সৃষ্টি করেছেন।
নির্ভরযোগ্য সূত্রগুলো বলেছেন, ১৫ জানুয়ারী সোমবার দুপুরে কোতয়ালি মডেল থানা পুলিশ শহরতলী পালবাড়ী এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে অনিক ও হৃদয়কে গ্রেফতার করে। পরে দুই সহোদরের স্বীকারোক্তি মোতাবেক যশোর শহরের জেস্ টাওয়ারের ৬ষ্ঠ তলার এমএস কম্পিউটার দোকানে অভিযান চালায়। উক্ত দোকানের মালিকের সহোদর তসীনকে গ্রেফতার করে। পরে তসীনের দেখানো মতে ক্রয়কৃত আসুস ল্যাপটপ কম্পিউটার উদ্ধার করে। অথচ ওই সময় উক্ত পুলিশ দোকান মালিক মুকুল রেজাকে গ্রেফতার না করে থানায় আসে। তসীন পুলিশ ও সাংবাদিকদের কাছে স্বীকার করেন এক সপ্তা পূর্বে উক্ত দুই যুবক তার দোকানে আসে। তাদের কাছে থাকা আসুস ল্যাপটপ কম্পিউটার ১৫ হাজার টাকার বিনিময়ে ক্রয় করেন। ল্যাপটপের মালিকের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ চোরাই মালামাল উদ্ধার ও চুরির সাথে জড়িত দুই যুবক এবং চোরাইমাল দখলে থাকার অভিযোগে দোকান মালিকের সহোদর তসীনকে গ্রেফতার করে কোতয়ালি মডেল থানায় নিয়ে আসে। চোরাই ল্যাপটপ দখলে রাখার অভিযোগ ধাপা চাপা দিতে মুকুল রেজা মোটা অংকের মিশন নিয়ে মাঠে নেমে পড়েন। এক পর্যায় সহোদর তসীনকে আটকের কয়েক ঘন্টার মধ্যে থানা থেকে বের করতে সক্ষম হন। একটি সূত্র বলেছে, তসীনকে চুরির অভিযোগ থেকে মুক্তি করতে মুকুল রেজার ৪লাখ টাকা গুনতে হয়েছে।সূত্রগুলো আরো জানিয়েছেন,মুকুল রেজার প্রতিষ্ঠান এমএস কম্পিউটার দোকান হতে চুরিকৃত ল্যাপটপ উদ্ধারর ঘটনা ঘটলেও তিনি যশোরের একটি পত্রিকায় প্রতিবাদ প্রকাশ করেছে বলেছেন,গত ৮ জানুয়ারী দু’জন কলেজ ছাত্র তার প্রতিষ্ঠানে এসে একটি ল্যাপটপ কম্পিউটার বিক্রির জন্য বললে তিনি ১৫ হাজার টাকার বিনিময়ে ক্রয় করতে সম্মতি হলে নগদ ৩ হাজার টাকা ও ১২ হাজার টাকা চেকের মাধ্যমে ল্যাপটপ ক্রয় করেন। পরবর্তীতে তিনি জানতে পারেন ক্রয়কৃত ল্যাপটপ চোরাই। তার প্রতিবাদ দেখে কম্পিউটার ব্যবসায়ীসহ যশোরের সর্ব শ্রেনীর পাঠক হতবাক হয়ে বলতে লাগলেন ঠাকুর ঘরে কেরে আমি কলা খায়না। নাম প্রকাশ না করার শর্তে সিংহভাগ কম্পিউটার ব্যবসায়ীরা মনে করেন চোরাই ল্যাপটপ উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হলে আগামীতে চোরাই মালামাল ক্রয় ও বিক্রি বন্ধ হতো। কথায় আছেনা চোরের মায়ের বড় গলা। তেমন উক্ত প্রতিষ্ঠানের মালিক নিজের সাফায় গাচ্ছে প্রতিবাদ দিয়ে। অথচ পুলিশকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করা হয়েছে এটা আর কাহারও অজানা নয়।অবিলম্বে চোরাই মাল উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য যশোরের ব্যবসায়ীরা পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here