যশোর জয় বাংলা প্রথম বিভাগ ফুটবলে পয়েন্ট টেবিলের শীর্ষে রাহুল স্মৃতি

0
395

ক্রীড়া প্রতিবেদক : যশোরে জয় বাংলা প্রথম বিভাগ ফুটবল লিগে টানা ষষ্ট জয় পেয়েছে রাহুল স্মৃতি সংসদ। এ জয়ে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। অপরদিকে শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ সমান সংখ্যক খেলায় তিনটিতে জয় , দু’টিতে ড্র ও একটি খেলায় পরাজিত হয়েছে। বর্তমানে তাদের অর্জিত পয়েন্ট ১১।
জেলা ফুটবল এ্যাসোসিয়েশন আয়োজিত সোমবার বিকেলে পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত খেলায় রাহুল স্মৃতি সংসদ ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদকে। গতকালকের ম্যাচে রাহুল স্মৃতি সংসদের রিমন হোসেন দ্বিতীয়ার্ধের ২৪ মিনিটে একমাত্র গোলটি করেন। কাউন্টার এটাক থেকে বল পেয়ে প্রতিপক্ষের গোলরক্ষকের মাথার উপর দিয়ে গোলটি করেন রিমন হোসেন।
খেলা শেষে পরাজয় মেনে নিতে না পারায় শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদের খেলোয়াড় আনোয়ার রেফারি শফিকুল ইসলাম মিঠুকে শারিরিক ভাবে লাঞ্চিত করে। এমনকি আনোয়ার রেফারিকে মাঠের বাইরে থাকা প্লাষ্টিকের চেয়ার দিয়ে মারতে যায়। সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের অন্যান্য খেলোয়াড়দের মধ্যেও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার নিন্দা জানান আগত দর্শকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
সরেজমিনি দেখা গেছে ম্যাচের শেষে শহিদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদের খেলোয়াড় অনোয়ার, লিটন, রানা, পলাশ এবং আশরাফুল ম্যাচ রেফারি মিঠুর উপর চেয়ার দিয়ে হামলা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
উল্লেখ্য আনোয়ার এর আগেও একই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে সাবেক এবং বর্তমান খেলোয়াড়েরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শক বলেন, যশোরের ফুটবলের জাগরণ এখন চোখে পড়ে না। যা দু’একটি খেলা হয় তাতেও যদি এমন অপ্রীতিকর ঘটনা ঘটে তবে আমাদের মত অল্পসংখ্যক দর্শকও আর পরবর্তিতে মাঠে আববেন না। ফলে আয়োজকদের আরও সতর্ক হওয়ার তাগিদ দেন তিনি।
এ ব্যাপারে রেফারি সমিতির সদস্য সোহেল আল মামুন নিশাদ বলেন, রেফারি মার খাবে আবার খেলা চালাবে এটা চলতে পারে না। এ ব্যাপারে ডিএফএ কি সিদ্ধান্ত নেয় তা দেখার বিষয়।
আজকের খেলা ঃ শেখ রাসেল ক্রীড়া চক্র যশোর বনাম কুহেলীকা উন্নয়ন সংঘ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here