যশোর ঝিকরগাছা ৫ কোটি টাকা উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মনির শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়

0
625

বিশেষ প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার ৫নং পানিসারা ইউনিয়নে প্রায় ৫ কোটি টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির প্রধান অতিথি হিসেবে বর্তমান সরকারের এ সকল উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এ সকল কাজের মধ্যে রয়েছে, ৭৪ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে সৈয়দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনতলা ভীত বিশিষ্ট দোতলা ভবন নির্মাণ, ৭০ হাজার টাকা ব্যয়ে পানিসারা গ্রামের মীরপাড়া মোড়ে সোলার স্ট্রিট লাইট স্থাপন, ৫৮ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে পানিসারা-কুলিয়া পাকা রাস্তা নির্মাণ, ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে বেজিয়াতলা আলিম মাদরাসায় চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৭০ হাজার টাকা ব্যয়ে বেজিয়াতলা বাজারে সোলার স্ট্রিট লাইট স্থাপন, ১৫ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে বেজিয়াতলা মালোপাড়া-মোহিনীকাটি রাস্তা নির্মাণ এবং ৩৫ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে বল্লা বাজার টু ঝিকরগাছা বাজার সড়ক উন্নয়ন।
উদ্বোধন শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজাপুর-কেনায়েতআলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে একটি ‘নির্বাচনী জনসভা’র আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, দেশ এগিয়ে যায়। সারাদেশে শেখ হাসিনার নেতৃত্বে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার ছোঁয়া লেগেছে ঝিকরগাছা-চৌগাছাতেও।
তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। এর জন্য নেতা-কর্মীদের কাজ করতে হবে। শেখ হাসিনার উন্নয়ন কাজগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
পানিসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, সাবেক দপ্তর সম্পাদক শাহীন-উল-কবীর, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অশোক দত্ত, আওয়ামী লীগ নেতা মীর বাবরজান বরুণ।
ছাত্রলীগ নেতা হাসানুল ফয়েজ মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান বদরউদ্দীন বিল্টু, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন খান, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আদম শফিউল্লাহ, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক বজলুর রহমান বজলে, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. খালেক, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন, ঝিকরগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমির হোসেন, শিমুলিয়ার সাবেক সভাপতি আ. সাত্তার, সাধারণ সম্পাদক আ. হামিদ, ইউপি চেযারম্যান শফিউর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মাহমুদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আহমেদ ফারুক শান্তি, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, আবু বক্কর সিদ্দিকী, হারুন-অর-রশিদ উজ্জ্বল, রবি শিকদার, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, সাবেক ছাত্রলীগ নেতা শামসুজ্জোহা লোটাস, নাভারণ ইউনিয়ন লীগের সাবেক সভাপতি শেখ ইমরান প্রমুখ।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here